পপুলার২৪নিউজ প্রতিবেদক:
নির্বাচন কমিশনে (ইসি)নারী সদস্য চায় খেলাফত মজলিস।সার্চ কমিটির কাছে তাদের প্রস্তাবিত নামে একজন নারী সদস্যের নামও রয়েছে।
বুধবার খেলাফত মজলিশের নায়েবে আমীর সৈয়দ মজিবর রহমান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল ওয়াদুদের কাছে তাদের প্রস্তাবিত পাঁচটি নাম জমা দেন।
পরে গণমাধ্যমকে তিনি জানান, তাদের প্রস্তাবিত নামের মধ্যে একজন নারী সদস্য রয়েছেন। তারা সুষ্ঠু একটি নির্বাচন আগামীতে দেখতে চান। এজন্য যে নির্বাচন কামশন গঠন করা হবে তাতে একজন নারী সদস্য দেখতে চান তারা।
নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ ২৫ জানুয়ারি ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করেন।
সার্চ কমিটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগের সুপারিশ করবেন।
গত শনিবার সার্চ কমিটির প্রথম বৈঠকে কমিশন গঠনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ করা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পাঁচটি করে নাম নেওয়ার সিদ্ধান্ত নেয়।
সে অনুযায়ী সংলাপে অংশ নেয়া ৩১ টি দলের নিকট থেকে মোট ১৫৫ জনের নাম পাওয়ার সম্ভাবনা রয়েছে।
এদের মধ্য থেকে নাম বেছে নেবে সার্চ কমিটি।
মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিবের (প্রশাসন ও বিধি) নাম দেয়া যাবে।