ইসলামী সন্ত্রাসবাদ’ বিরোধী যুদ্ধের প্রস্ততি নিতে সিআইএকে ট্রাম্পের নির্দেশ

পপুলার২৪নিউজ ডেস্ক:
পৃথিবী থেকে ইসলামী সন্ত্রাসবাদ মুছে ফেলতে যুদ্ধের জন্য প্রস্তুত হতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে (সিআইএ) নির্দেশ দিয়েছেন দেশটি নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় শনিবার ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ল্যাংলিতে সিআইএর সদর দফতর পরিদর্শনকালে দেয়া বক্তৃতায় এ আহ্বান জানান তিনি।

এর আগে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণকালে দেয়া বক্তৃতায় ইসলামী সন্ত্রাসবাদের বিরুদ্ধে সভ্য দুনিয়াকে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানিয়ে বিশ্ব থেকে একে পুরোপুরি মুছে ফেলবেন বলে সংকল্পের কথা জানিয়েছিলেন ট্রাম্প।

পরদিন সিআইএ সদরে দেয়া বক্তৃতায় নতুন মার্কিন প্রেসিডেন্ট তার পরিকল্পনার ব্যাপারে আরও অগ্রসর হন। তিনি ইসলামী সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের কথা বলেন।

এ সময় গোয়েন্দা কর্মকর্তা এবং মার্কিনীদের ইসলাম সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধ শেষ হয়ে গেছে বলে যে মনোভাব বিরাজ করছে তার ব্যাপার সতর্ক করেন তিনি।

ট্রাম্প বলেন, যখন তিনি তরুণ ছিলেন তখন তার প্রশিক্ষকদের কাছে শুনেছিলেন যে ‘যুক্তরাষ্ট্র কখনও কোনো যুদ্ধে হারেনি।’ কিন্তু এখন আমরা যেন কিছুই জয় করিনি। আমরা আর কিছুই জয় করতে পারি না।

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের দীর্ঘ যুদ্ধের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘ সময় ধরে এ যুদ্ধ চলছে কারণ যুক্তরাষ্ট্র তার পূর্ণ শক্তিকে ব্যবহার করেনি। প্রকৃত প্রস্তাবে আমাদের যে সামর্থ রয়েছে তা আমরা পুরোপুরি ব্যবহার করিনি।আমরা সংযত ছিলাম।

এ সময় যুক্তরাষ্ট্রের শত্রুদের মোকাবিলায় সিআইএ কর্মকর্তাদের ক্ষমতা আরও বাড়ানোর প্রতিশ্রুতি দেন ট্রাম্প।

মধ্যপ্রাচ্যে সক্রিয় ইসলামিক স্টেটের (আইএস) ব্যাপারে ট্রাম্প বলেন, আমাদের সামনে আর কোনো সুযোগ নাই, আইএসকে তাড়াতে হবে, আমাদেরকে আইএসকে তাড়াতে হবে।

তিনি বলেন, বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ হলেও আইএসের সমপর্যায়ের কোনো দানবকে আমরা আর দেখিনি। আপনারা তাদের পেছনে ছুটেছেন, আপনারা স্মরণীয় কাজ করেছেন। কিন্তু এখন আমাদের আইএসের অবসান ঘটাতে হবে। এটাই সেই সময়। এখনই আইএসের পরিসমাপ্তি ঘটাতে হবে।

বক্তৃতাকালে ট্রাম্প বলেন, অতীতের সরকারগুলো সিআইএ কর্মকর্তাদের যথেষ্ট সহযোগিতা করেনি। তবে তার সরকার তা করবে।

তিনি বলেন, আমি জানাচ্ছি আমি আপনাদের সঙ্গে আছি। আমি জানি, কোনো কোনো সময় আপনারা প্রত্যাশিত পৃষ্ঠপোষকতা পাননি। তবে আপনারা এখন প্রচুর পৃষ্ঠপোষকতা পাবেন। সম্ভবত আপনারা একটা পর্যায়ে বলবেন, আমাদের আর এত বেশি পৃষ্ঠপোষকতা দেবেন না।

পূর্ববর্তী নিবন্ধআপনি কি দীর্ঘ সময় বসে থাকেন?
পরবর্তী নিবন্ধনকল কেকে ট্রাম্পের অভিষেক