ইসলামী ব্যাংক হাসপাতালের ফার্মেসিকে ১০ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:ভুয়া ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পর ইসলামী ব্যাংক হাসপাতালের ফার্মেসিতে অভিযান পরিচালনা করে পুলিশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। অভিযানে প্রতিষ্ঠানটির ফার্মেসিতে অপারেশন থিয়েটারে ব্যবহারের জন্য ওষুধ প্রশাসন অধিদফতরের অনুমোদনহীন ইনজেকশন ও সার্জিক্যাল পণ্য রাখায় ১০ লাখ টাকা জরিমানা করা হয়।

রোববার (২৮ জুন) দুপুর ১২টা থেকে ইসলামী ব্যাংক হাসপাতালে ভুয়া চিকিৎসক ও হাসপাতালে অনিয়মের খোঁজে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‍্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

এ সময় ইউনানির সনদ নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের মতো এলোপ্যাথিক চিকিৎসা দেয়ায় ভুয়া চিকিৎসক মিজানুর রহমানকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

এরপর ইসলামী ব্যাংক হাসপাতালের ফার্মেসিতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, ‘অভিযানে সেখানে ওষুধ প্রশাসন অধিদফতরের অনুমোদনহীন (যেটা ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন রেজিস্ট্রেশন অনুযায়ী সংক্ষেপে ডিএআর বলে) অপারেশন থিয়েটারে ব্যবহৃত ইনজেকশন জব্দ করেছি।’

তিনি বলেন, ‘আমরা এখানে অনেকগুলো অননুমোদিত ইনজেকশন, কিছু অননুমোদিত ওষুধ জব্দ করেছি। এছাড়া বিভিন্ন সার্জিক্যাল আইটেম জব্দ করেছি যেগুলোর কোনো অনুমোদন নেই। এসব কারণে প্রতিষ্ঠানটির ফার্মেসির দায়িত্বে থাকা ফার্মাসিস্ট শফিউল ইসলাম ও আব্দুল জলিলকে পাঁচ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।’

পূর্ববর্তী নিবন্ধচীনকে হুশিয়ারি ভারতের, ফের অশান্তি করলে পাল্টা জবাব
পরবর্তী নিবন্ধর‌্যাপিড অ্যান্টিবডি টেস্ট কিটের অনুমোদন দেয়নি ওষুধ প্রশাসন