পপুলার২৪নিউজ ডেস্ক:
ইসলামী ব্যাংক ব্যাংলাদেশ লিমিটেড ও প্রাইম এক্সচেঞ্জ কোম্পানী লিমিটেড, সিঙ্গাপুরের মধ্যে রেমিট্যান্স চুক্তি ২ মে ২০১৭, মঙ্গলবার ইসলামী ব্যাংক টাওয়ারে স্বাক্ষরিত হয়েছে। ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মোঃ আব্দুল হামিদ মিঞা ও প্রাইম এক্সচেঞ্জের ডাইরেক্টর এবং প্রাইম ব্যাংক লিমিটেড-এর ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও আহমেদ কামাল খান চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তি স্বাক্ষর করেন।
ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবদুস সাদেক ভুইয়া, মু. শামসুজ্জামান, মোহাম্মদ আলী ও জে কিউ এম হাবীবুল্লাহ এফসিএস, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ইন্টারন্যাশনাল ব্যাংকিং উইং মোঃ শফিকুর রহমান এবং প্রাইম এক্সচেঞ্জ, সিঙ্গাপুর -এর পক্ষে প্রাইম ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ইন্টারন্যাশনাল ডিভিশন মোঃ হাসানুল জাহেদ ও হেড অব রেমিট্যান্স নাহিদা সুলতানা’সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
প্রাইম এক্সচেঞ্জ এর সাথে রেমিট্যান্স সেবা চুক্তি স্থাপনের ফলে সিঙ্গাপুের বসবাসরত বাংলাদেশীগণ আরও দ্রুত, সহজে ও নিরাপদে ইসলামী ব্যাংকের মাধ্যমে তাদের প্রিয়জনের কাছে রেমিট্যান্স পাঠাতে পারবেন।