ইসলামী ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যানের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক:

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শরী‘আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ও বায়তুশ শরফ আঞ্জুমান-ই-ইত্তেহাদ বাংলাদেশের চেয়ারম্যান শায়খ মাওলানা মোহাম্মদ কুতুবুদ্দীন (রহ:) রাজধানীর একটি হাসপাতালে ২০ মে ২০২০, বুধবার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মোঃ নাজমুল হাসান, পিএইচডি এবং ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মোঃ মাহবুব উল আলম সহ ইসলামী ব্যাংক পরিবার বিশিষ্ট এই আলেম ও বায়তুশ শরফের পীর সাহেবের জন্য মহান আল্লাহর দরবারে মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। শায়খ মাওলানা মোহাম্মদ কুতুবুদ্দীন (রহ:) এক ছেলে ও ছয় মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন । মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৮২ বছর। তিনি ২০০৭ সাল থেকে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শরী‘আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

পূর্ববর্তী নিবন্ধকরোনা উপসর্গ নিয়ে জনতা ব্যাংক কর্মকর্তার মৃত্যু
পরবর্তী নিবন্ধআম্পানে ১ লাখ ৭৬ হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি