ইসলামী ব্যাংকের বার্ষিক প্রীতি মিলনী ও বনভোজন অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি:

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর প্রধান কার্যালয়ের নির্বাহী, কর্মকর্তা, কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের অংশ গ্রহণে বার্ষিক প্রীতি মিলনী ও বনভোজন ৮ ফেব্র“য়ারি, ২০২৫, শনিবার মুন্সিগঞ্জের ‘ঢালী’ স আম্বার নিবাস রিসোর্টে অনুষ্ঠিত হয়।

ইসলামী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিটকমিটির চেয়ারম্যান মোঃ আবদুসসালাম, এফসিএ, এফসিএস ও স্বতন্ত্র পরিচালক মোঃ আব্দুল জলিল। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা এবং সভাপতিত্ব করেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট একে এম মাহবুব মোরশেদ।

এ সময় অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান, মোঃ আলতাফ হুসাইন ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মাহবুব আলম, মাহমুদুর রহমান,কে. এম. মুনিরুল আলম আল-মামুন, ড. এম কামাল উদ্দীন জসীম ও মোঃ মাকসুদুর রহমান সহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। রিসোর্টের মনোরম পরিবেশে খেলাধুলা, র‌্যাফেল ড্র, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ এ প্রীতি মিলনী ও বনভোজন অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী নিবন্ধডিআইজি মোল্যা নজরুল পাঁচদিনের রিমান্ডে
পরবর্তী নিবন্ধআইনশৃঙ্খলা পর্যবেক্ষণে সন্ধ্যায় কমান্ড সেন্টারের যাত্রা শুরু