ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

ইসলামী ব্যাংক ট্রেইনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ)- এর উদ্যোগে “গাইডলাইন্স অন সাসটেইনেবিলিটি অ্যান্ড ক্লাইমেট রিলেটেড ফাইন্যান্সিয়াল ডিসক্লোজার” শীর্ষক এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ১৩ জুলাই শনিবার ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। মূল বিষয়ের উপর আলোচনা উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের ডাইরেক্টর চৌধুরী লিয়াকত আলী ও জয়েন্ট ডাইরেক্টর আহমেদ জুবায়ের মাহবুব।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মিফতাহ উদ্দীন। সভাপতিত্ব করেন আইবিটিআরএ-এর প্রিন্সিপাল মোঃ নজরুল ইসলাম। ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ শাব্বির ও ড. মোঃ আবদুল্লাহ আল মামুনসহ ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রশ্ন পেয়ে যারা ক্যাডার হয়েছেন, তাদেরও ধরা হবে: প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধস্মার্ট বাংলাদেশ গড়ার সহযোগিতা চীন-বাংলাদেশ সম্পর্ককে এগিয়ে নেবে: প্রধানমন্ত্রী