পপুলার২৪নিউজ ডেস্ক:
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর উদ্যোগে ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন শীর্ষক ওয়েব সেমিনার ১৮ জুলাই শনিবার অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মোঃ নাজমুল হাসান, পিএইচডি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার ও কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মদ আব্দুস সামাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মোঃ মাহবুব উল আলম, অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা ও মুহাম্মদ কায়সার আলী। সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে সেমিনারে ব্যাংকের লোকাল অফিস, ফরেন এক্সচেঞ্জ কর্পোরেট শাখা, গুলশান কর্পোরেট শাখা, হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখা, নওয়াবপুর রোড কর্পোরেট শাখা, রমনা কর্পোরেট শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।