ইসরায়েলের শক্তিশালী ড্রোন যাচ্ছে ভারতে

 পপুলার২৪নিউজ ডেস্ক:

শিগগিরই ইসরায়েলের মিসাইল ড্রোন কিনতে যাচ্ছে ভারত। প্রথম চালানে মোট ১০টি ড্রোন পাঠাচ্ছে ইসরায়েল।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইসরায়েল সফরের পর সেই পথ সুগম হয়েছে। মোট ৪০০ মিলিয়ন ডলারের ড্রোন কেনার চুক্তি বলে জানা গেছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, ইসরায়েলের এই ড্রোন এতটাই শক্তিশালী যে এগুলো শত্রুকে খুঁজে তার ঘাঁটিতে আক্রমণ করে তাদের গুঁড়িয়ে দিতে সক্ষম বলে জানা গেছে।

২০১৫ সালেই এসব মিসাইল ড্রোন ভারতে আসার কথা ছিল। কিন্তু নানা কারণে দেরি হোওয়ায় ২০১৭ সালেই তা ভারতে যাচ্ছে।

এসব ড্রোন যেকোনো এলাকার ওপর টানা ৩০ ঘণ্টা চক্কর কাটতে পারে। ৪৫ হাজার ফুট উচ্চতা থেকে পাঠাতে পারে ‘লাইভ’ ছবি।

পূর্ববর্তী নিবন্ধদাবানল বিস্তারে কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় জরুরি অবস্থা
পরবর্তী নিবন্ধউত্তর কোরিয়ার মিসাইল প্রতিরোধে যুক্তরাষ্ট্রের প্রস্তুতি