পপুলার২৪নিউজ ডেস্ক:
যুদ্ধ চলছে আকাশে৷ ঘুড়ি আর ড্রোন বিমানের যুদ্ধ৷ ড্রোনকে ফাঁকি দিয়ে ঘুড়ি ওপারে যেতে পারলেই ইসরাইলের সর্বনাশ৷ ইসরাইলের সেনাবাহিনী তাই মহাআতঙ্কে!
ছবিতে একটি ড্রোন ধরে আছেন ইসরাইলের এক সৈন্য৷ জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস উদ্বোধনের দিন যত ঘনিয়ে আসছিল বিক্ষোভের তীব্রতা ততই বাড়ছিল গাজায়৷ অথচ সশস্ত্র ইসরাইলি সেনাবাহিনীর সামনে ফিলিস্তিনিরা তো অসহায়৷ তাই প্রতিবাদের আগুন ছড়িয়ে দেয়ার জন্য অভিনব এক উপায় বের করলেন ফিলিস্তিনিরা৷ সেই আগুন থেকে বাঁচতেই এ ড্রোন বানিয়েছে ইসরাইল৷
ঘুড়ি যখন ভয়ানক হাতিয়ার
ছবিতে একটি ঘুড়িতে আগুন জ্বালাচ্ছেন এক ফিলিস্তিনি৷ রামায়ণে হনুমানের আগুন পুড়ে ছারখার করেছিল রাবণরাজ্য৷ ফিলিস্তিনিরাও চান ইসরাইলে আগুন লাগাতে৷ তাই আকাশে ওড়ার আগে আগুনে পুড়ছে ঘুড়ি৷
আকাশে ফিলিস্তিন-ইসরাইল লড়াই
ফিলিস্তিনিদের উড়িয়ে দেয়া জ্বলন্ত ঘুড়ি ওড়ে চলেছে ইসরাইলের দিকে৷ কিন্তু ইসরাইলে ঢোকা কি এত সহজ? ঘুড়ি-প্রতিরোধী ড্রোন বানিয়ে ইসরাইলও ইতিমধ্যে তৈরি৷ দূর থেকে ফিলিস্তিনিদের ঘুড়ি উড়তে দেখেই তাই ড্রোন পাঠিয়েছে ইসরাইলের সেনাবাহিনী৷ উড়ে এসে ঘুড়ি প্রতিরোধে ব্যস্ত হয়ে পড়েছে ড্রোন৷
ফিলিস্তিনিদের একটি সাফল্য
ঘুড়ির আগুনে দাউ দাউ করে জ্বলছে মাঠ৷ মাঠটি ইসরাইলে৷
ধেয়ে আসছে আতঙ্ক
রাতের আঁধারে ইসরাইলের আকাশে ঢুকে পড়েছে আরেকটি ঘুড়ি৷
ড্রোন থেকে কাঁদানে গ্যাস
ফিলিস্তিনিদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসবাহী ড্রোন পাঠিয়েছে ইসরাইল৷ সেই ড্রোন গাজার আকাশে এসেই ছাড়তে শুরু করেছে কাঁদানে গ্যাস৷
ঘুড়িসৈনিক
গাজা সীমান্তে ঘুড়ি নিয়ে ফিলিস্তিনিরা তৈরি৷
ইসরাইলের পাল্টা ব্যবস্থা
ফিলিস্তিনিরা আগুন জ্বালিয়ে ঘুড়ি পাঠান বলে পাল্টা ব্যবস্থা হিসেবে কখনও কখনও গাজায় আগুন লাগানোর জন্যও ড্রোন পাঠায় ইসরাইল৷ এমনই এক ড্রোন থেকে ফেলা আগুন নেভানোর চেষ্টা করছেন এক ফিলিস্তিনি৷ সূত্র: ডয়েচে ভেলে।