ইসরায়েলি বিমান হামলায় হামাসের দুই কর্মকর্তা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলি বিমান হামলায় গাজায় হামাসের রাজনৈতিক ব্যুরোর দুই সিনিয়র কর্মকর্তা নিহত হয়েছেন। হামাসের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

তারা হলেন, জাকারিয়া আবু মুয়াম্মার ও জাওয়াদ আবু শামাল। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

আইডিএফের পক্ষ থেকে বলা হয়, মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে গাজার খান ইউনিসে এক অভিযানের সময় হামাসের দুই সিনিয়র কর্মকর্তা নিহত হয়েছেন। তাদের মধ্যে একজনের নাম শামাল। তিনি হামাসের অর্থনীতিবিষয়ক মন্ত্রী ছিলেন। ইসরায়েলি জনগণের ওপর হামাসের হামলা পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন তিনি।

অপরজনের নামে জাকারিয়া। তিনি হামাসের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক দপ্তরের প্রধানের দায়িত্বে ছিলেন।

টানা চার দিনের ইসরায়েলি বোমা হামলায় অন্তত ৮৩০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় আহত হয়েছেন চার হাজারের বেশি মানুষ।

অপরদিকে ইসরায়েলে হামাসের হামলায় নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

পূর্ববর্তী নিবন্ধইসরায়েলে নিহতের সংখ্যা ১২০০ ছাড়িয়েছে
পরবর্তী নিবন্ধবিচারপতি আজাদকে সতর্ক করলেন প্রধান বিচারপতি