পপুলার২৪নিউজ ডেস্ক:
ইসরাইল দুঃসাহস দেখালে ইরান ক্ষেপণাস্ত্রের সাহায্যে দেশটির তেল আবিব ও হাইফা শহরকে মাটির সঙ্গে মিশিয়ে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের বিশেষজ্ঞ পরিষদের মুখপাত্র আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রেরও এ বিষয়টি জেনে রাখা উচিত। কারণ ইসরাইলকে রক্ষা করাই হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য।
খাতামি বলেন, ইসলামি শাসন ব্যবস্থাই হচ্ছে ইরানের সঙ্গে সাম্রাজ্যবাদীদের শত্রুতার মূল কারণ। তারা ইরানের ইসলামি বিপ্লব এবং ধর্মীয় শাসন ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করতে চায়।
আয়াতুল্লাহ আহমাদ খাতামি আরো বলেন, শত্রুদের ষড়যন্ত্র মোকাবেলার শক্তি ইরানের রয়েছে। নানা ক্ষেত্রের পাশাপাশি ইরান দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির ক্ষেত্রেও ব্যাপক সাফল্য অর্জন করেছে।
তিনি বলেন, ইরানের বিরুদ্ধে সাম্রাজ্যবাদীদের অর্থনৈতিক যুদ্ধ প্রকাশ্য রূপ নিয়েছে। তবে ইরানি জাতি সাদ্দামের চাপিয়ে দেয়া আট বছরের যুদ্ধের মতো এবারও ন্যূনতম শক্তি ও সামর্থ্য ব্যবহার করে জয়ী হবে।