ইসরাইলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেবে না কুয়েত

পপুলার২৪নিউজ ডেস্ক

ইসরাইলি বিমান চলাচলে সৌদি আরব নিজেদের আকাশপথ ব্যবহার করতে দিলেও কখনই এমন অনুমতি দেবে না কুয়েত।

সংযুক্ত আরব আমিরাত যাওয়ার পথে ইসরাইলি বিমান কুয়েতি আকাশ ব্যবহার করেছে বলে যে খবর বেরিয়েছে, সেটিকে ভিত্তিহীন ও গুজব বলে দাবি করেছে দেশটি। খবর মিডল ইস্ট মনিটরের।

সরকারি সূত্রের বরাত দিয়ে কুয়েতের প্রভাবশালী দৈনিক আলকাবাস জানিয়েছে, ইসরাইলি বিমান সংযুক্ত আরব আমিরাতে পৌঁছানোর জন্য কখনই কুয়েতের আকাশপথ ব্যবহার করতে পারবে না।

সূত্র জানিয়েছে, ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার নতুন রুটটি ‘কুয়েত দিয়ে নয়, অন্য কোনো দেশের মধ্য দিয়ে গেছে’, যেটি কুয়েত থেকে অনেক দূরে।

কুয়েত সরকার বলেছে, তারা কোনো দিনই ইসরাইলের বিমানকে আকাশসীমা ব্যবহার করতে দেবে না। এ ছাড়া কুয়েত ইসরাইলের সঙ্গে সম্পর্কও প্রতিষ্ঠা করবে না।

গতকাল সৌদি আরবের জেনারেল অথরিটি ফর সিভিল এভিয়েশন (জিএসিএ) এক বিবৃতিতে সংযুক্ত আরব আমিরাত থেকে ইসরাইলে বিমান চলাচলে নিজেদের আকাশপথ ব্যবহারের অনুমতি দিয়েছে।

মঙ্গলবার সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ট্রাম্পের জামাতা ও তার জ্যেষ্ঠ উপদেষ্টা জারেড কুশনারের বৈঠকের পরেই সিদ্ধান্তটি ঘোষণা করে সৌদি আরব।

এই সিদ্ধান্তে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

পূর্ববর্তী নিবন্ধগ্রেনেড হামলা : খালেদা জিয়াকে আসামি করে মামলার আবেদন
পরবর্তী নিবন্ধমাস্ক-পিপিই ক্রয়ে দুর্নীতি: জাদিদ অটোমোবাইলসের মালিককে তলব