পপুলার২৪নিউজ প্রতিবেদক:
বিএনপির নির্বাচনী ইশতেহারে দুর্নীতিমুক্ত উন্নয়নের বিষয়টি প্রাধান্য পাবে। আধুনিক জনকল্যাণমূলক রাষ্ট্র গড়ার লক্ষ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় ইশতেহার প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আমীর খসরু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইশতেহার প্রস্তুত করছে বিএনপি। যার মূল বিষয়বস্তু হবে দুর্নীতিমুক্ত উন্নয়ন। তাতে থাকবে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের নিশ্চয়তা।
নির্বাচনের জন্য এখনও সমতল ক্রীড়াভূমি নিশ্চিত করা হয়নি উল্লেখ করে আমীর খসরু বলেন, ‘আমরা যে সাত দফা দিয়েছিলাম তার একটিও মানা হয়নি। তার পরও আমরা নির্বাচনে আছি। আশা করছি নির্বাচন কমিশন সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করবে। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে সোমবার সকাল ৯টার কিছু সময় পর শুরু হয় মনোনয়নপ্রত্যাশীদের দ্বিতীয় দিনের সাক্ষাৎকার।
সকালে বরিশাল বিভাগ ও বিকালে খুলনা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়া হচ্ছে।
বরিশাল-১ আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় দিনের প্রার্থী বাছাই কার্যক্রম।