ইরান-মার্কিন উত্তেজনায় ভয়ে আছে ইসরাইল

পপুলার২৪নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের উত্তেজনাকর পরিস্থিতিতে আতঙ্কে আছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইল।

দেশটির জ্বালানিমন্ত্রী ইউভাল স্টেইনিৎজ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের উত্তেজনা আরও বাড়লে তেলআবিবের নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে। খবর ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াইনেট নিউজের।

যুক্তরাষ্ট্র সম্প্রতি পারস্য উপসাগরে বিমানবাহী একটি রণতরী ও বি-৫২ বোমারু বিমান মোতায়েন করছে। এর পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জোরদার করে ইরানের ওপর বাড়তি চাপ সৃষ্টির চেষ্টা করছে।

ইসরাইলের এ মন্ত্রী আরও বলেন, পারস্য উপসাগরের পরিস্থিতি তেঁতে উঠছে। আমি কোনো কিছুরই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না। ইরান ক্ষুব্ধ হয়ে ইসরাইলের দিকে মিসাইল ছুড়তে পারে।

স্টেইনিৎজ বলেন, তেহরান এবং ওয়াশিংটনের মধ্যকার অচলাবস্থার অবনতি হলে তেহরানের মিত্র হিজবুল্লাহ ও ইসলামী জিহাদ আন্দোলন তাদের রকেট দিয়ে ইসরাইলে হামলা করতে পারে।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গাসহ নিহত ৩
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম মহানগরীর শেরশাহ বাংলা বাজার অবৈধ স্থাপনা উচ্ছেদকালে হামলাঃ চার পুলিশ আহত