ইরানে ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে সহযোগিতা নিষিদ্ধ

 পপুলার২৪নিউজ ডেস্ক

ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে সব ধরনের সহযোগিতামূলক কার্যক্রম নিষিদ্ধ করেছে ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রণালয়।

এছাড়া যুক্তরাজ্যের সাংস্কৃতিক ও শিক্ষা বিষয়ক সংস্থাটিকে বিচারের আওতায় নিয়ে আসার হুমকি দেয়া হয়েছে।

মঙ্গলবার এক বিবৃতিতে ইরানি গোয়েন্দা বিষয়ক মন্ত্রণালয় জানায়, ইরানের ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে সহযোগিতার উদ্দেশ্যে সাংস্কৃতিক নেটওয়ার্কের জন্য একটি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করেছে ব্রিটেন। এখন ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে সব ধরনের সহযোগিতা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া তাদের বিচারের আওতায়ও নিয়ে আসা হতে পারে।

গত আগস্টে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক ইরানি নারীকে ১০ বছরের কারাদণ্ডের শাস্তি বহাল রেখেছে ইরানের সুপ্রিম কোর্ট। আরাম আমিরি নামের ওই নারী লন্ডনের ব্রিটিশ কাউন্সিলের হয়ে কাজ করতেন।

গত বছর ইরানে পারিবারিক সফরে গেলে তাকে গ্রেফতার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনজরুল ইসলাম খান হাসপাতালে
পরবর্তী নিবন্ধইরাকে সরকারবিরোধী বিক্ষোভে গুলি, নিহত ১৩