ইরানে আকস্মিক বন্যায় নিহত ১১,নিখোঁজ ২

পপুলার২৪নিউজ ডেস্ক:
ভারী বর্ষণের ফলে উত্তর-পূর্বে ইরানে আকস্মিক বন্যায় ১১ জন নিহত হয়েছে। নিখোঁজ দুজন। আজ শনিবার রেড ক্রিসেন্টের বরাতে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানায়।

রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মী দলের প্রধান মর্তেজা সলিমি বলেছেন, আকস্মিক বন্যায় ১১ জন মারা গেছে। এর মধ্যে আটজন খোরাসান রাজাভি প্রদেশের, দুজন গোলেস্তান ও একজন উত্তর খোরাসান এলাকার।

গতকাল শুক্রবারের ঝড়বৃষ্টিতে ইরানের পাঁচটি প্রদেশে বন্যা দেখা দেয়। আজ পর্যন্ত কয়েকটি গ্রামে বিদ্যুৎ-সংযোগ বন্ধ ছিল। গোলেস্তান প্রদেশে আকস্মিক বন্যায় গাড়ি ভেসে গিয়ে একই পরিবারের দুজন নিখোঁজ হয়েছে। গাড়িতে তিন যাত্রীর মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

 

পূর্ববর্তী নিবন্ধষোড়শ সংশোধনী নিয়ে আওয়ামীপন্থী আইনজীবীদের কর্মসূচি
পরবর্তী নিবন্ধবোল্টের শেষ দৌড় আজ