ইরানের বিমান ঘাঁটি ব্যবহার করবে রাশিয়ার বোমারু বিমান

পপুলার২৪নিউজ ডেস্ক :

সিরিয়া নিয়ে উত্তেজনার মধ্যে এবার ইরানের বিমানঘাঁটি ব্যবহারের অনুমতি পেয়েছে রাশিয়া। ইরানের গণমাধ্যম তাসনিম নিউজের এক সম্পাদক শুক্রবার রাতে এমন দাবি করেছেন।

নাসনিম নিউজের ওই সম্পাদকের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আনাদলু এজেন্সি।

আনাদলু এজেন্সির খবরে বলা হয়েছে, রাশিয়ার দূরপাল্লার বোমারু বিমান জ্বালানি সঙ্কটে পড়লে জ্বালানি ভরতে ইরানের বিমান ঘাঁটি ব্যবহার করতে পারবে। এ জন্য তাদেরকে ইরানের নজেহ বিমানঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে।

তাসনিম নিউজের পরিচালক হোসেইন দালিরিয়ান এক টুইটার বার্তায় লেখেন, জ্বালানি ভরতে ওই বিমান ঘাঁটি ব্যবহারের জন্য দুই দেশ একমত হয়েছে। রাশিয়ার প্রস্তাবের পর ইরানি কর্তৃপক্ষ সম্মতি দিয়েছে।

তিনি টুইটারে আরও লিখেছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাঠানোর বিশেষ প্রতিনিধির সঙ্গে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলি শ্যামখানির গোপন বৈঠক হয়। ওই গোপন বৈঠকে রাশিয়ার পক্ষ থেকে এ প্রস্তাব দেয়া হয়েছিল।

উল্লেখ্য, গত ১০ এপ্রিল পুতিনের সিরিয়া বিষয়ক বিশেষ দূত আলেকজান্ডার ল্যাভ্রেন্টিয়েভ তেহরান সফর করেন।

পূর্ববর্তী নিবন্ধপঞ্চম শ্রেণিতে এমসিকিউ’র পরিবর্তে সংক্ষিপ্ত প্রশ্ন
পরবর্তী নিবন্ধসৌদি আরব ও যুক্তরাজ্যে সফরে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী