ইরাকে সরকারবিরোধী বিক্ষোভে গুলি, নিহত ১৩

পপুলার২৪নিউজ ডেস্ক

ইরাকের রাজধানী বাগদাদে সরকারবিরোধী বিক্ষোভ মিছিলে নিরাপত্তা বাহিনীর গুলিতে গত ২৪ ঘণ্টায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন।

নিরাপত্তা বাহিনীর গুলিতে সোমবার বিক্ষোভ চলাকালে আটজনের মৃত্যুর পর মঙ্গলবার ভোরের দিকে নিহত হয়েছেন আরও পাঁচজন। খবর এপির।

কর্মসংস্থান সংকট দূর করা, সরকারের দুর্নীতি বন্ধসহ সরকারি সেবার মান বাড়ানোর দাবিতে গত ১ অক্টোবর থেকে বাগদাদে আন্দোলন-বিক্ষোভ তীব্র হচ্ছে।

নিরাপত্তা বাহিনীর হাতে গত শনিবার এক বিক্ষোভকারী নিহত ও ৯১ জন আহত হওয়ার পর আন্দোলনে তীব্রতা বেড়েছে।

পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে এ পর্যন্ত আড়াইশর বেশি মানুষ নিহত হয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধইরানে ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে সহযোগিতা নিষিদ্ধ
পরবর্তী নিবন্ধথাইল্যান্ডে মুসলিমপ্রধান এলাকায় তল্লাশিচৌকিতে হামলায় নিহত ১৫