ইরাকে রকেট হামলায় মার্কিন প্রতিরক্ষা ঠিকাদার নিহত

পপুলার২৪নিউজ ডেস্ক

উত্তরাঞ্চলীয় ইরাকে রকেট হামলায় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক ঠিকাদার নিহত এবং কয়েকজন আমেরিকান ও ইরাকি সেনা আহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাতে আরব নিউজের খবরে এমন তথ্য জানা গেছে।

কিরকুকের কাছেই ইরাকি সামরিক কম্পাউন্ডের ৩০টি রকেট হামলার ঘটনা ঘটেছে। সেখানে মার্কিন সেনাবাহিনীরও একটি ঘাঁটি রয়েছে।

হামলায় কতজন সেনা আহত হয়েছেন কিংবা তাদের অবস্থা কতটা গুরুতর, এমন কোনো বিস্তারিত তথ্য দেননি কর্মকর্তারা। এ বিষয়ে বিস্তারিত তথ্য দেয়ার আগে নাম প্রকাশে অনিচ্ছা প্রকাশ করেন তারা।

গত কয়েক মাস ধরেই বিভিন্ন সময়ে ওই কম্পাউন্ডে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। এ ক্ষেত্রে ইরান-সমর্থিত যোদ্ধাদের দায়ী করে আসছে যুক্তরাষ্ট্র।

গত পহেলা অক্টোবর থেকে ইরাকে বিক্ষোভে সাড়ে চারশর বেশি লোক নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগ ও তাজা গুলিতে অধিকাংশ হতাহতের ঘটনা ঘটেছে।

এতে দেশটির সাবেক প্রধানমন্ত্রী আদেল আবদুল-মাহদি গত মাসে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

 

পূর্ববর্তী নিবন্ধকাশ্মীরের তাপমাত্রা অ্যান্টার্কটিকার চেয়েও নিচে
পরবর্তী নিবন্ধজাতিসংঘে মিয়ানমারের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস