পপুলার২৪নিউজ ডেস্ক:
ইরাকের রাজধানী বাগদাদ থেকে অপহৃত সুশীল সমাজের ৭ নাগরিককে উদ্ধার করা হয়েছে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। তবে ঘটনার বিস্তারিত আর কিছু জানানো হয়নি।
নিরাপত্তা বাহিনী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ এএফপিকে মঙ্গলবার জানায়, বাগদাদের কেন্দ্রস্থল থেকে দুর্নীতি বিরোধী ৭ কর্মীকে অস্ত্রধারীরা অপহরণ করে।
স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, গত সোমবার তাদের অপহরণ করা হয়। তবে অপহরণকারীদের চিহ্নিত করা যায়নি।
অপহরকারীরা বাগদাদে দুর্নীতির বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন করে আসছিল। এই অপহরণকে দুর্নীতির বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন থামিয়ে দেয়ার জন্য একটি রাজনৈতিক হাতিয়ার মনে করছেন অনেক কর্মী।
প্রতি সপ্তাহেই বাগদাদে দুর্নীতি বিরোধী সমাবেশ হচ্ছে। এসব সমাবেশের একটি জায়গা থেকেই তাদের অপহরণ করা হয়।