ইরমায় ভেসে এল রহস্যময় ডিঙি!

পপুলার২৪নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ঘূর্ণিঝড় ইরমা আঘাত হানে ১০ সেপ্টেম্বর। ব্যাপক তাণ্ডব চালিয়ে বিধ্বস্ত করলেও ফ্লোরিডার সামনে এক টুকরো ইতিহাস এনে ফেলে ঘূর্ণিঝড়টি। একটি রহস্যময় ডিঙি ভেসে আসে ইন্ডিয়ান রিভারে। এমন ধরনের নৌকা এখন দেখা যায় না। নৌকাটি কয়েক শ বছরের পুরোনো বলেই মনে করছেন প্রত্নতত্ত্ববিদেরা।

নৌকাটি প্রথম ধরা পড়ে আলোকচিত্রী শিল্পী র‍্যান্ডি লাথর্পের চোখে। ঘূর্ণিঝড়ের পরের দিন সকাল সকাল মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলেন এর তাণ্ডব দেখতে। এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে লাথর্প বলেন, নৌকাটি দেখতে পেয়ে এটির বিষয়ে তিনি ফ্লোরিডা ব্যুরো অব আর্কিওলজি ডিপার্টমেন্টকে জানান। এ ছাড়া নৌকাটির কিছু ছবি তিনি তাঁর ফেসবুক পেজে শেয়ার করেন। যা অল্প সময়ের মধ্যে ৯২ হাজার বার শেয়ার করা হয়।

ফ্লোরিডা বিশ্ববিদ্যালয় বলছে, এটি ছোট কাঠের ডিঙি। নৌকাটি সাইপ্রাস গাছের গুঁড়ি গর্ত করে তৈরি করা হয়েছে। তাদের ধারণা এ ধরনের ডিঙি ব্যবহার করতেন ফ্লোরিডার কিছু নৃ-গোষ্ঠী।

নৌকাটিকে ‘বিশেষ পুরাকীর্তি’ বলে আখ্যায়িত করছে ফ্লোরিডার ডিভিশন অব হিস্টরিকাল রিসোর্সেস। অফিশিয়াল ফেসবুক পেজে তারা জানায়, এটি কয়েক শ বছরের পুরোনো হতে পারে। কার্বন টেস্টের মাধ্যমে এর আসল বয়স নির্ধারণ করবে তারা।

পূর্ববর্তী নিবন্ধ৫২ হাজার রোহিঙ্গা শিশু টিকা পেয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধচুপি চুপি প্রেম করছেন প্রিয়াঙ্কা !