ইমার্জিং কাপে পাকিস্তানকে বাংলাদেশের ধাক্কা

পপুলার২৪নিউজ ডেস্ক:
কক্সবাজারে ইমার্জিং টিমস এশিয়া কাপে গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে টসে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে টসে জিতে ব্যাট করছে পাকিস্তান অনূর্ধ্ব-২৩। এই প্রতিবেদন লেখার সময় ৩৫ ওভারে ১২৩ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছে তারা।
পাকিস্তানের শুরুটা ভালো হয়নি। ৩৫ রানে ৪ উইকেট হারিয়েছিল তারা। প্রথম উইকেট পড়ে ৬ রানে—সাইফউদ্দিনের বলে এলবিডব্লু হন ইমরান বাট। ২০ রানে সাইফউদ্দিনই আবার এলবিডব্লুর ফাঁদে ফেলেন অপর ওপেনার ইমাম-উল-হককে। ৩৪ রানে নাঈম হোসেনের বলে নাজমুল হাসান শান্তকে ক্যাচ দেন মোহাম্মদ রিজওয়ান। ৩৫ রানে জাহিদ আলীকে বোল্ড করেন নাসুম আহমেদ।
বিপর্যয়ের মুখে ৫ম উইকেট জুটিতে হারিস সোহেল ও হাম্মদ আজম ৮৬ রান যোগ করেন। চোখ রাঙানো এই জুটি অবশ্য ভেঙেছেন আবুল হাসান। আজমকে মুমিনুল হকের ক্যাচে পরিণত করেন।
প্রথম দুই ম্যাচে হংকং ও নেপালকে হারানো বাংলাদেশ আজকের ম্যাচ জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে খেলবে।

পূর্ববর্তী নিবন্ধরেফারিকে গালি দিইনি: মেসি
পরবর্তী নিবন্ধযে গান এক করল দুজনকে