ইভিএমে খুশি ভোটাররা

পপুলার২৪নিউজ ডেস্ক:
রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে শুধু একটি কেন্দ্রে পরীক্ষামূলকভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার হচ্ছে। এ নিয়ে ভোটরদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। ভোট শেষে কেন্দ্র থেকে বেরিযে ভোটাররাও তাদের নতুন অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

তবে নতুন পদ্ধতির ভোটিং ব্যবস্থায় মিশ্র প্রতিক্রিয়াও জানিয়েছেন ভোটাররা।

নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের ১৪১ নম্বর সরকারি রোকেয়া কলেজ কেন্দ্রের ছয়টি বুথে ইভিএমে ভোট হচ্ছে। ওই ছয় বুথে ভোটার রয়েছেন এক হাজার ৫৯ জন। নিউ শালবন ও শালবন এলাকার ভোটাররা এ কেন্দ্রে ভোট দিচ্ছেন। দুপুর ২টা পর্যন্ত এক হাজার ১৬৪ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এর আগে বিভিন্ন স্থানীয় নির্বাচনে ইভিএম পরীক্ষামূলক ব্যবহার হলেও রংপুরে এবারই প্রথম এর ব্যবহার হচ্ছে।

বায়োমেট্রিক পদ্ধতিতে ভোটার তথ্য যাচাই করার পর বোতাম টিপে নির্ধারিত প্রতীকে স্বল্প সময়ে ভোট দেয়া যায় ইভিএমে।

প্রথমবারের মতো ইভিএমে ভোট দিতে পেরে খুশি অনেক ভোটার। কেন্দ্র থেকে বের হয়ে কেউ কেউ এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছিলেন।

নিউ শালবন এলাকার এক বাসিন্দা বলেন, এই প্রথম ইভিএমে ভোট দিতে পেরে খুব ভালো লাগছে। ভোট দিতে কোনো ঝামেলা নেই। দ্রুত সময়ে পছন্দের প্রার্থীকে ভোট দিলাম।

এমন বক্তব্য ছিল অনেকেরই। তবে বেশ কিছু ভোটার মন্তব্য করেছেন, বোতাম টেপার পর ভোট হয়েছে কিনা তা নিয়ে তারা কিছু বুঝতে পারেননি।

বেগম রোকেয়া কলেজ কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আজহারুল ইসলাম দুলাল বলেন, সকাল থেকেই ভোটারদের মাঝে উচ্ছ্বাস দেখা গেছে। ইভিএমে ভোট দিতে পেরে সবাই অনেক খুশি।

 

পূর্ববর্তী নিবন্ধকিছু বিশ্ববিদ্যালয়কে সঠিক ধারায় আনা কঠিন:শিক্ষামন্ত্রী
পরবর্তী নিবন্ধওমরাহ পালনে সাকিব-নাফীস