পপুলার২৪নিউজ প্রতিবেদক:
জন্মদিনের কথা বলে বনানীর বাসায় ডেকে তরুণীকে ধর্ষণ মামলার প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ১৪ নভেম্বর নতুন তারিখ ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকা মহানগর মুহম্মদ ফহদ-বিন- আমিন চৌধুরী এ দিন ধার্য করেন।
আজ মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য ছিল। কিন্তু প্রতিবেদন দাখিল না করায় বিচারক প্রতিবেদন দাখিলের জন্য ১৪ নভেম্বর দিন ধার্য করেন।
আদালত সূত্র জানায়, ধর্ষিত তরুণী বাদী হয়ে গত ৫ জুলাই রাজধানীর বনানী থানায় মামলা করেন।
এজাহারে বলা হয়েছে, বাহাউদ্দিন ইভানের সঙ্গে ১১ মাস ধরে ফেসবুকে বন্ধুত্ব হয় তার। একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
৪ জুলাই ইভান (আসামি) ফোন করে তার জন্মদিনের কথা জানায়।
পরে রাত সাড়ে ১০টার দিকে ইভানের বাসায় যান ওই তরুণী। বাসায় জন্মদিনের অনুষ্ঠানের কোনো আলামত না দেখে তরুণী ভয় পেয়ে যান।
চলে আসতে চাইলে ইভান তাতে বাধা দেয়। পরে তরুণীকে রাতের খাবার ও নেশাজাতীয় দ্রব্য খাওয়ানো হয়। রাত ১টার দিকে ইভানের ঘরে তরুণীকে ধর্ষণ করা হয়।
এ সময় চিৎকার শুরু করলে তরুণীকে ব্যাগ রেখে রাত সাড়ে ৩টার দিকে বাড়ি থেকে বের করে দেয় ইভান। ৬ জুলাই বিকালে নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম দেওভোগ এলাকায় খালার বাড়ি থেকে ইভানকে গ্রেফতার করে র্যাব।
১২ জুলাই ঢাকার হাকিম আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সম্মতিতে শারীরিক সম্পর্ক স্থাপনের কথা স্বীকার করে ইভান।