ইফতারের এক অনন্য আয়োজনে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ

মুজিব উল্ল্যাহ্ তুষার, চট্টগ্রামঃ

আন্দরকিল্লা জামে মসজিদের স্থাপত্য ও গঠন মোঘল রীতি অনুযায়ী তৈরি। নগরীর এই
আন্দরকিল্লা শাহী জামে মসজিদের টানা বারান্দায় চলে ইফতার পুরো রমজান। সামনে
ছোলা, মুড়ি, পেঁয়াজু, জিলাপি, খেজুর, শরবতসহ বেশকয়টি পদ। মাইকে ইফতারি গ্রহণের
ঘোষণা আসতেই এক পাত থেকে খাচ্ছেন ইফতারি। ধনী-গরিবের বিভাজন মিটিয়ে দেওয়ার এই
চিত্র প্রতিবছরের মতো এবারও রমজানের প্রথমদিন থেকে শুরু হয়েছে এই মসজিদে। পুরো
রমজানে একটানা চলবে এভাবে। এখানে কে ধনী, কে গরিব-তার কোনো ভেদাভেদ নেই। বেশি
সওয়াবের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা দিনভর রোজা শেষে ইফতার গ্রহণের জন্য জড়ো হন
এখানে। একসাথে হাজার মানুষ খাওয়া-দাওয়া করে বিয়ে বাড়িতে, কমিউনিটি সেন্টারে বা
মেজবানে। এটি নতুন কিছু নয়। কিন্তু একসাথে হাজার মুসল্লির মেঝেতে বসে ইফতার
করার দৃশ্য দেশে খুব বেশি জায়গায় দেখা যায় না। কিন্তু চট্টগ্রামের ঐতিহাসিক
আন্দরকিল্লা শাহী জামে মসজিদে ধনী-গরিবের বৈষম্যহীন এই দৃশ্য এখন রমজানের
প্রতি সন্ধ্যায়।
প্রতি বছর পবিত্র রমজানে আন্দরকিল্লা শাহী জামে মসজিদের মুসল্লিদের জন্য
ইফতারের আয়োজন করে মসজিদের খতিব আওলাদে রাসূল (সা:) মাওলানা ছাইয়্যেদ মুহাম্মদ
আনোয়ার হোসেন তাহের জাবেরী আল মাদানি এবং শাহী জামে মসজিদ মুসল্লি পরিষদ। এ
আয়োজনে সবাই এক কাতারে বসে ইফতার করেন। সবার উদ্দেশ্য সম্মিলিত ইফতার, সাম্য,
সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের মেল বন্ধন। জানা গেছে, প্রতিদিন দুই থেকে আড়াই হাজার
রোজাদার ইফতার করে এ মসজিদে। রোজার শেষের দিকে এ সংখ্যা দাঁড়াবে প্রায় তিন হাজারে।
আন্দরকিল্লা শাহী জামে মসজিদে ইফতার করতে আসে দেশের নামীদামি বিত্তবান
মুসলমান। তারা সাথে করে নিয়ে আসেন প্রচুর ইফতার। রোজাদারদের সাথে ইফতার করে
শিল্পপতিরাও আনন্দ পান। ইফতার নিতে মসজিদে আসেন ভিন্ন ধর্মাবলম্বী লোকজন।
প্রতিদিন অমুসলিমরা ইফতার নিয়ে যান মসজিদে এসে। সে এক অন্য রকম দৃশ্য
চট্টগ্রামের প্রাচীন এ মসজিদে। নগরীর কোনো মসজিদে এত বড় ইফতারের আয়োজন চোখে
পড়ে না।
আসরের নামাজের পর থেকে রোজাদাররা সেখানে আসতে শুরু করেন। এখানে ইফতারে অংশ নেন
ক্লান্ত পথিক, অবসন্ন দিনমজুর, পরিশ্রান্ত ভিক্ষুক, নিম্মবৃত্ত এবং উঁচু তলার
মানুষ। স্থানীয় ব্যবসায়ীও বৃহৎ এই জমায়েতে ইফতার করতে পছন্দ করেন।
আন্দরকিল্লা শাহী জামে মসজিদে‘ইফতারে বিভিন্ন রকমের ইফতার সামগ্রী থাকে। তার
মধ্যে ছোলা, ডালের পেঁয়াজু, বেগুণি, আলুর চপ, জিলাপি, সামুচা, খেজুর ও শরবত। এ
ছাড়া প্রতিদিন খাবারের নানা আইটেম বাড়তি যোগ হয়।, এক সময় ইফতারি কিনে পরিবেশন
করা হলেও বর্তমানে বাবুর্চি দিয়ে রান্না করা হচ্ছে। এ ছাড়াও বেশ কিছু
স্বেচ্ছাসেবক ইফতার বণ্টনের কাজ করছেন নিয়মিত।’
এখানে ইফতার করতে জমায়েত হওয়া মুসল্লিদের উদ্দেশে বয়ান শুরু হয় বিকেল ৫টা
থেকে। মসজিদের ইমামরা প্রায় এক ঘণ্টা রমজানের বিষয়ভিত্তিক আলোচনা করেন। আলোচনা
শেষে হাজারো রোজাদারকে নিয়ে মুনাজাত হয়। ১৯৯৬ সাল থেকে মসজিদের খতিব মাওলানা
ছাইয়্যেদ মুহাম্মদ আনোয়ার হোসেন তাহের জাবেরী আল মাদানির নেতৃত্বে ইফতার
মাহফিল চলে আসছে। এক সময় কয়েক শ’ মানুষ একত্রে ইফতার করলেও বর্তমানে হাজার
হাজার লোক ইফতার করছে। ইফতারের ২য় দিন রোজার উদ্দেশ্য নিয়ে বয়ান করেন
বোয়ালখালী জৈষ্ঠ্যপুরা মাদরাসার অধ্যক্ষ মোহসিন আলী হোসেন। চট্টগ্রামের
ঐতিহাসিক ইসলামি স্থাপনা চাটগছার আন্দরকিল্লা শাহী মসজিদের সঙ্গে মোগলদের
চট্টগ্রাম বিজয়ের কাহিনি সম্পর্কিত। এ কেল্লায় এক সময় মগ ও পর্তুগিজ
জলদস্যুদের আস্তানা ছিল বলে কথিত আছে। ১৬৬৬ খ্রিস্টাব্দের ২৭ জানুয়ারি
চট্টগ্রামের তৎকালীন মোগল শাসনকর্তা শায়েস্তা খাঁর ছেলে উমেদ খাঁ এ কেল্লার
ভেতরে প্রবেশ করলে তখন থেকে এর নাম হয় ‘আন্দরকিল্লা’।
মসজিদের ইতিহাস
পরবর্তীতে সম্রাট আওরঙ্গজেবের নির্দেশে শায়েস্তা খাঁ ১৬৬৭ খ্রিস্টাব্দ আরবি
১০৭৮ হিজরিতে মোগলদের চট্টগ্রাম বিজয়ের স্মৃতি ধরে রাখতে জলদস্যুদের আস্তানায়
মসজিদ নির্মাণ করেন। এ মসজিদের নামকরণ করেন ‘আন্দরকিল্লা শাহী জামে মসজিদ’। ৫৬
বছর পর চট্টগ্রামের আরেক শাসনকর্তা নবাব ইয়াসিন খাঁ ১৭২৩ খ্রিস্টাব্দে
আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সন্নিকটে পাহাড়ের দক্ষিণ-পূর্ব দিকের একটি
টিলার ওপর আরেকটি পাকা মসজিদ নির্মাণ করেন। যার নাম রাখেন ‘কদম রসুল’।
এক সময় আন্দরকিল্লা মসজিদের চেয়ে কদম রসুল মসজিদটি গুরুত্ব পেতে থাকে আর
আন্দরকিল্লা শাহী জামে মসজিদটি মুসল্লি ও গুরুত্ব হারাতে থাকে। একপর্যায়ে
আন্দরকিল্লা শাহী মসজিদটি লোকশূন্য হয়ে পড়ে।
এ সুযোগে ১৭৬১ খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আন্দরকিল্লা শাহী জামে
মসজিদটিকে তাদের গোলাবারুদ রাখার গুদাম হিসেবে ব্যবহার শুরু করে। পরবর্তীতে
১১৫ বছর পর হামিদুল্লাহ খাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে মুসলমানদের নামাজের জন্য
আন্দরকিল্লা শাহী জামে মসজিদটি আবারও উন্মুক্ত করে দেয়া হয়।
১৬৬৭ সাল থেকে এ মসজিদ ঘিরে ইসলাম ধর্মাবলম্বীদের ব্যাপক আনাগোনা শুরু হয়।
প্রতিষ্ঠালগ্ন থেকেই আওলাদে রাসুলগণই এ মসজিদের ইমাম নিযুক্ত হতেন। যার
ধারাবাহিকতা এখনও বিদ্যমান। বর্তমানে এ মসজিদের খতিবের দায়িত্ব পালন করছেন
আওলাদে রাসুল আল্লামা আনোয়ার হোসানইন তাহের জাবেরি আলমাদানি।
আন্দরকিল্লা শাহী মসজিদ চট্টগ্রামসহ তার আশপাশের মানুষের আবেগ, অনুভূতি ও
ভালোবাসার মসজিদে রূপ নেয়। বিশেষ করে জুমআর নামাজ পড়তে বাংলাদেশের বিভিন্ন
জেলা থেকে এ মসজিদে নামাজ আদায় করতে মুসল্লিরা উপস্থিত হন। আন্দরকিল্লা শাহী
জামে মসজিদের স্থাপত্য ও গঠন মোগল রীতি অনুযায়ী তৈরি। সমতল ভূমি থেকে প্রায়
৩০ ফুট উপরে ছোট্ট পাহাড়ের ওপর মসজিদটির অবস্থান।
নকশা অনুযায়ী মূল মসজিদটি ১৮ গজ (১৬ মিটার) লম্বা, ৭.৫ গজ (৬.৯ মিটার) চওড়া
এবং প্রতিটি দেয়াল প্রায় ২.৫ গজ (২.২ মিটার) পুরু। পশ্চিমের দেয়ালটি পোড়া
মাটির তৈরি এবং বাকি তিনটি দেয়াল পাথরের তৈরি। মসজিদের ছাদ মধ্যস্থলে একটি
বড় গম্বুজ এবং দুটি ছোট গম্বুজ দ্বারা আবৃত।
১৬৬৬ সালে নির্মিত এর চারটি অষ্টভূজাকৃতির বুরুজগুলোর মধ্যে পেছনের দিকে দুটি
বুরুজ বর্তমানে বিদ্যমান। মসজিদটির পূর্বে তিনটি, উত্তর এবং দক্ষিণে একটি করে
মোট ৫টি প্রবেশদ্বার রয়েছে। মসজিদের ভেতরে তিনটি মেহরাব রয়েছে। তবে মাঝের
সবচেয়ে বড় মেহরাবটিই এখন ব্যবহৃত হয়।
চট্টগ্রামে মুসলিম বিজয়ের স্মারকস্বরূপ কালে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক
ও ঐতিহ্যবাহী আন্দরকিল্লা শাহী জামে মসজিদটি। এ মসজিদের মূল ভবনের প্রবেশ পথে
কালো পাথরের খোদাই করে সাদা অক্ষরে ফার্সি ভাষায় যা লেখা রয়েছে। তা বাংলায়
অনুবাদ করলে দাঁড়ায়- ‘হে জ্ঞানী! তুমি জগৎবাসীকে বলে দাও, আজ এ দুনিয়ায় ২য়
কাবা প্রতিষ্ঠিত হয়েছে। যার প্রতিষ্ঠাকাল ১০৭৮ হিজরি। এখানেই খোদাই করা রয়েছে
তার প্রতিষ্ঠার নামও।

পূর্ববর্তী নিবন্ধসন্ত্রাসী সুব্রত বাইনের নামে চবি শিক্ষকের কাছে চাঁদা দাবি করে হুমকি!
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে দ্রব্যমূল্য পরিস্থিতি পর্যবেক্ষণে আওয়ামীলীগ নেতা সুজন