সংবাদ বিজ্ঞপ্তি
দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য আধুনিক, সাশ্রয়ী এবং শির্ক্ষাথীবান্ধব ইন্স্যুরেন্স সেবা নিশ্চিত করতে সম্প্রতি জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং ইয়োর ক্যাম্পাস এর মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই অংশীদারিত্ব শির্ক্ষাথীদের র্আথিক সুরক্ষা প্রদান এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য একটি নতুন যুগের সূচনা করবে।
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ইতোমধ্যে দেশের ৬ টি বিশ্ববিদ্যালয়ে তাদের ইন্স্যুরেন্স র্কাযক্রম অত্যন্ত সফলতার সঙ্গে পরিচালনা করছে। স্বচ্ছতা, র্নিভরযোগ্যতা এবং শির্ক্ষাথীদের চাহিদা অনুযায়ী সেবা
প্রদান করার ফলে তারা শির্ক্ষাথী, অভিভাবক এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের আস্থা র্অজন করেছে।
অন্যদিকে, ইয়োর ক্যাম্পাস বাংলাদেশে ২৬ টি বিশ্ববিদ্যালয়ে তাদের আধুনিক ও ইনোভেটিভ সেবা র্কাযক্রম পরিচালনা করছে। প্রতিষ্ঠানটি ৭৫,০০০-এরও বেশি শির্ক্ষাথীকে “শির্ক্ষাথী-কেন্দ্রিক”বিভিন্ন র্স্মাট সেবা প্রদান করছে, যা তাদের ক্যাম্পাস জীবনের প্রতিদিনকার অভিজ্ঞতাকে আরও উন্নত করেছে।ণঙটজ ওহংঁৎধহপব সেবা, যা ইয়োর ক্যাম্পাসের আরেকটি গুরুত্বর্পূণ অংশ, শির্ক্ষাথীদের জন্য একটি সাশ্রয়ী এবং সহজলভ্য ইন্স্যুরেন্স পলিসি প্রদান করছে। শির্ক্ষাথীরা এই সেবার মাধ্যমে তাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন ঝুঁকি থেকে সুরক্ষিত হতে পারবেন। ইন্স্যুরেন্স পলিসি তাদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে, যাতে তারা আংশিক অক্ষমতা, র্দুঘটনাজনিত মৃত্যু, স্বাভাবিক মৃত্যু, এবং অসুস্থ্যতা বা র্দুঘটনাজনিত চিকি সা ব্যয়ের মতো জরুরি পরিস্থিতিতে সুরক্ষা পেতে পারে। শুধুমাত্র শির্ক্ষাথীদের জন্যই ইন্স্যুরেন্স
সেবা নিয়ে কাজ করবে বিধায় এ র্সাভিসের কোয়ালিটি, বীমা দাবি নিষ্পত্তি, ২৪/৭ সার্পোট, খোঁজ-খবর নেয়া ইত্যাদি বিষয়ে ইয়োর ক্যাম্পাস যথেষ্ঠ প্রতিশ্রুতিবদ্ধ।
এই সেবা অর্ন্তভুক্ত করবে:
➢ অসুস্থ্যতা বা র্দুঘটনাজনিত চিকি সা ব্যয় (ঝরপশহবংং ড়ৎ অপপরফবহঃধষ গবফরপধষ জবরসনঁৎংবসবহঃ):
শির্ক্ষাথীরা অসুস্থ্যতায় বা যেকোনো র্দুঘটনা ঘটলে চিকি সা খরচের জন্য র্আথিক সহায়তা পাবেন।
➢ আংশিক অক্ষমতা (চধৎঃরধষ উরংধনরষরঃু): যদি কোনো র্দুঘটনা বা অঘটনের কারণে শির্ক্ষাথীর আংশিক
অক্ষমতা হয়, তবে তারা একটি র্নিদিষ্ট পরিমাণ ক্ষতিপূরণ পাবেন।
➢ র্দুঘটনাজনিত মৃত্যু(অপপরফবহঃধষ উবধঃয): র্দুঘটনায় মৃত্যু হলে পরিবারের জন্য র্আথিক সহায়তা প্রদান
করা হবে।
➢ স্বাভাবিক মৃত্যু(ঘধঃঁৎধষ উবধঃয): যদি কোনো শির্ক্ষাথী স্বাভাবিক মৃত্যুর শিকার হন, তবে তাদের
পরিবারের জন্য জীবন বীমা প্রদান করা হবে।
ইয়োর ক্যাম্পাসের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন মিলজার রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং জেনিথ লাইফের পক্ষে এস এম নুরুজ্জামান, সিইও এবং সেক্রেটারী জেনারেল-বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম।
এ সময় উপস্থিত ছিলেন ইয়োর ক্যাম্পাসের সহ-প্রতিষ্ঠাতা ও সিআরও মো. ইসতিয়াক উদ্দিন এবং জেনিথ
লাইফের এস ভিপি মোঃ শাহাদাত হোসেন এবং ভিপি মোঃ আনোয়ার হোসেন সরকার।
জেনিথ ইসলামী লাইফ ইন্সুরেন্সের প্রধান র্নিবাহী র্কমর্কতা এস এম নুরুজ্জামান বলেন,“শির্ক্ষাথীদের সুরক্ষায় কাজ করতে পেরে আমরা আনন্দিত। ইয়োর ক্যাম্পাসের সঙ্গে এই অংশীদারিত্ব আমাদের সেবাকে আরও বিস্তৃত এবং ফলপ্রসূ করবে। আমরা র্সবোচ্চ দ্রুত এবং দক্ষতার সাথে শির্ক্ষাথীদের ক্লেইম সেটেল করে থাকি। আমাদের উপর ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয় প্রশাসন, শির্ক্ষাথী এবং অভিভাবকদের আস্থা ও বিশ্বাস স্থাপিত হয়েছে। র্পযায়ক্রমে, দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে এই সেবা পৌঁছে দেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি।”
ইয়োর ক্যাম্পাসের প্রতিষ্ঠাতা ও প্রধান র্নিবাহী র্কমর্কতা (ঈঊঙ) মিলজার রহমান বলেন,“ইয়োর ক্যাম্পাস সবসময় শির্ক্ষাথীদের জীবন সহজ এবং উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের ইনোভেটিভ আইডিয়াগুলো ইতোমধ্যে শির্ক্ষাথীদের হৃদয় জয় করতে সক্ষম হয়েছে। জেনিথ ইসলামী লাইফ ইন্সুরেন্সের সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা শির্ক্ষাথীদের র্আথিক নিরাপত্তা নিশ্চিত করতে আরও এক ধাপ এগিয়ে যাব। আমরা বিশ্বাস করি, এই উদ্যোগ শির্ক্ষাথীদের আত্মবিশ্বাসী এবং ঝুঁকিমুক্ত ভবিষ্য গড়তে সহায়তা করবে।”এই অংশীদারিত্বের মাধ্যমে শির্ক্ষাথীরা তাদের দৈনন্দিন জীবনে আরও নিরাপদ এবং নিশ্চিত বোধ করবে।তাদের ঝুঁকি মুক্ত রাখতে এবং ক্যাম্পাস জীবনের উন্নত অভিজ্ঞতা দিতে এই যৌথ উদ্যোগ একটি মাইলফলক হয়ে থাকবে।