স্পোর্টস ডেস্ক : স্কোরবোর্ডে মাত্র ১৭৭ রানের পুঁজি নিয়ে জয় নিয়ে ইন্ডিপেন্ডেন্স কাপ শুরু করেছে ওয়ালটন সেন্ট্রাল জোন।
রোববার টস হেরে ব্যাট করতে নেমে ব্যাটসম্যানদের ব্যর্থতায় স্কোরবোর্ডে ১৭৭ রানে থেমে যায় ওয়ালটন সেন্ট্রালের ইনিংস। এত অল্প পুঁজিতে জয়ের আশা করতে হলে বোলারদের করতে হতো দুর্দান্ত পারফর্ম্যান্স। শেষ পর্যন্ত সেটিই করে দেখালেন তারা। যার ইতি ঘটেছে আবু হায়দার রনির থ্রোতে ইসলামী ব্যাংক ইস্ট জোনের শেষ ব্যাটসম্যান রুবেলের রানআউটের মাধ্যমে। তারা থামে ১৫৫ রানে। ওয়ালটন সেন্ট্রাল ২২ রানে জয় নিয়ে মাঠ ছাড়ে।
ইনিংসের দ্বিতীয় ওভারে মোহাম্মদ আশরাফুলকে শূন্য রানে ফিরিয়ে শুভ সূচনা এনে দিয়েছিলেন রনি। এরপর ইমরুল কায়েস-রনি তালুকদার ৬৪ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়েন। তাদের এই প্রতিরোধ ভাঙে হাসান মুরাদের ঘূর্ণিতে। তিনি ২৫ রানে ফেরান ইমরুলকে। মুরাদের আক্রমণের রেশ না কাটতেই ৩৮ রানে রনি তালুকদারকে ফেরান মোসাদ্দেক। এরপর খেলার হাল ধরার চেষ্টা করেন ইরফান শুক্কুর ও আফিফ হোসেন ধ্রুব।
কিন্তু আফিফকে বেশি দূর এগোতে দেননি সাকিব আল হাসান। মাত্র ২ রান করে সাকিবের বলে বোল্ড হয়ে ফেরেন সাজঘরে। ইরফান সেট হলেও বড় ইনিংস খেলে টিকে থেকে জয়ের কাছে নিতে পারেননি দলকে। ৩১ রান করে তিনিও ফেরেন সাকিবের বলে। নাঈম হাসান এসে ফেরেন ২ রান করে। এরপর খেলার হাল ধরেন নাদিফ চৌধুরী-আলাউদ্দিন বাবু। দুজনে ৩৪ রানের জুটি গড়ে দলকে নিয়ে যাচ্ছিলেন জয়ের দিকে। দুজনকেই ফেরান সৌম্য সরকার। নাদিফ ২৮ ও আলাউদ্দিন ১৭ রান করে আউট হন।
এ দুজন আউট হলে জয়ের স্বপ্ন মিইয়ে যায় ইসলামী ব্যাংকের। মাত্র ৩ রানের ব্যবধানে শেষ দুই ব্যাটসম্যান আউট হয়ে ফেরেন সাজঘরে।
বল হাতে দুর্দান্ত করেছেন ওয়ালটন সেন্ট্রাল জোনের স্পিনাররা। সাকিব-মুরাদ-মোসাদ্দেক মিলে নেন ৫ উইকেট। সাকিব-মুরাদ দুটি করে উইকেট নিয়েছেন। মোসাদ্দেক ছিলেন সবচেয়ে কৃপণ। তিনি মাত্র ১৩ রান দিয়ে ১টি উইকেট নেন। তাতে ম্যাচসেরার পুরস্কারও পান তিনি।
এর আগে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হলেও শেষ পর্যন্ত দুই’শও করতে পারেনি ওয়ালটন সেন্ট্রাল। ওপেনিংয়ে নেমে স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করেছিলেন মিজান। কিন্তু ইনিংস লম্বা করতে পারেননি। তিনি ৪০ বলে ৩৬ রান করেন। সৌম্য (১৩) খোলস ছেড়ে বের হওয়ার আগেই ফেরেন সাজঘরে। তিনে নেমে আব্দুল মজিদ (৮) ফেরেন দুই অঙ্কের ঘর ছোঁয়ার আগেই।
সবার দৃষ্টি ছিল সাকিবের দিকে। কিন্তু তিনি থিতু হয়েও আলো ছড়াতে পারেননি। করেছেন হতাশ। খেলছিলেন ধীরে-সুস্থে। স্ট্রাইক রেট ছিল ৬০ এর নিচে। কিন্তু শেষ পর্যন্ত কোনো লাভ হয়নি। খোলস ছেড়ে বের হতে চেয়ে ধরা পড়েন ডিপ মিড উইকেটে। আউট হয়েছেন তানভীর ইসলামের বলে। ক্যাচ নিয়েছেন রনি তালুকদার। ৫৮ বলে ২ চারে ৩৫ রান করেন সাকিব।
সবচেয়ে সাবলীল ছিলেন মোহাম্মদ মিঠুন। একমাত্র ব্যাটসম্যান যার স্ট্রাইক রেট ছিল ১০০। কিন্তু তিনিও বড় ইনিংস খেলতে পারেননি। ৩৭ বলে ৩৭ রান করে আউট হন। এ ছাড়া মোসাদ্দেক ১৭ ও জাকের আলী অনিক আউট হন ১৫ রান করে। ওয়ালটন সেন্ট্রাল জোন শেষ ৬ উইকেট হারায় মাত্র ২৬ রানে। ইস্ট জোনের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট করে নেন রুবেল হোসেন ও রেজাউর রহমান রাজা।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়ালটন সেন্ট্রাল জোন: ১৭৭/১০ (মিঠুন ৩৭, মিজানুর ৩৬ ও সাকিব ৩৫; রুবেল ৩/৫১, রাজা ৩/২১)|
ইসলামী ব্যাংক ইস্ট জোন: ১৫৫/১০ (রনি ৩৮, ইরফান ৩১ ও নাদিফ ২৮; সাকিব ২/২৪ ও ২.২৮)|
ফল: ওয়ালটন ২২ রানে জয়ী।
ম্যাচসেরা: মোসাদ্দেক হোসেন সৈকত (ওয়ালটন সেন্ট্রাল জোন)।