‘ইনশাআল্লাহ, আমরা ভালোভাবেই কামব্যাক করবো’ : সিকান্দার রাজা

স্পোর্টস ডেস্ক : পাঁচ ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে লড়াইও করতে পারেনি জিম্বাবুয়ে। হেরেছে বিশাল ব্যবধানে। শুরুতে ব্যাট করতে নেমে তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফুদ্দীনের তোপ আর শেখ মাহদির ঘূর্ণিতে ৪১ রানেই ৭ উইকেট হারায় জিম্বাবুয়ে।

এরপর অষ্টম উইকেটে ক্লিভ মান্দাদা আর ওয়েলিংটন মাসাকাদজার ৭৫ রানের জুটিতে অবশেষে ১২৪ রানের পুঁজি পায় জিম্বাবুয়ে। সফরকারীদের দেওয়া ছোট লক্ষ্য দাপটের সঙ্গে টপকে ফেলে বাংলাদেশ।

অভিষিক্ত ওপেনার তানজিদ তামিম হাঁকান ফিফটি (৪৭ বলে ৬৭)। আর ঝোড়ো ব্যাটিং করে ১৮ বলে ৩৩ রান তোলেন তাওহিদ হৃদয়। এতে ২৮ বল আর ৮ উইকেট হাতে রেখে দাপুটে জয় পায় বাংলাদেশ।

ম্যাচ শেষে নিজেদের দৃষ্টিকটু ব্যাটিং নিয়ে হতাশা প্রকাশ করেছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। আগামী ম্যাচগুলোতে তারা দারুণভাবে কাম ব্যাক করবেন বলেও আশা প্রকাশ করেছেন জিম্বাবুয়ে অধিনায়ক।

রাজা বলেন, ‘আমি মনে করি, এর দায় প্রত্যেকের। সিনিয়র ক্রিকেটাররা নিজেদের হাতে দায় তুলে নিতে হবে, আমরা ভুল করেছি। আমরা যদি সবকিছু ভালোভাবে করতে পারতাম, সবাই যদি নিজেদের দায়িত্ব ভালো করে পালন করতো, তাহলেই দলের সৌন্দর্য প্রকাশিত হতো। তবে দুর্ভাগ্যবশত আজ (গতকাল) অনেকেই আউট হয়ে গেছেন।’

রাজা আরও বলেন, ‘যেসব সিনিয়রদের উপর নির্ভর করা হয়, দুর্ভাগ্যবশত তাদের কেউ ভালো করতে পারেনি। কিন্ত আমরা শিক্ষা পেয়েছি, এটি তো কেবল একটি ম্যাচ। এটি গর্বের বিষয় নয় যে, আমরা সফর ভালোভাবে শুরু করতে পারিনি। কিন্তু ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো এবং ভালোভাবে কামব্যাক করবো।’

অষ্টম উইকেটে মান্দান্দা এবং মাসাকাদজার জুটির কথা উল্লেখ করে রাজা বলেন, ‘তারা সত্যিই ভালো করেছে। আমি গর্ববোধ করি যে, এখনও আমরা আক্রমনাত্মক ক্রিকেট খেলতে পেরেছি। দুর্ভাগ্যবশত, আমরা তাদের সেই ভূমিকা পালন করতে দিয়েছি যা মূলত মিডলঅর্ডার ও টপঅর্ডারদের পালন করার কথা ছিল। শুরুতে এবং মিডলঅর্ডারে আমাদের অনেক ভুল হয়েছে। ইনশাআল্লাহ তারা জিম্বাবুয়ের জন্য আরও ভালো করবে।’

গতকালের ম্যাচে জিম্বাবুয়ে ৩টি ক্যাচ মিস করেছে। ফ্লাডলাইটের আলোতে ভালোমতো দেখতে পায় না বলেই এমনটি হয়েছে উল্লেখ করে রাজা বলেন, ‘আমরা হারারেতে (জিম্বাবুয়ের রাজধানী শহরের স্টেডিয়াম) স্পোর্টিং ক্লাবে ফ্লাডলাইট পেয়েছি। আমাদের লাইটের নিচে অনুশীলন করতে হবে। লাইটের নিচে খেলতে অভ্যস্ত হওয়া দরকার। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেটা করার তেমন সুযোগ পাই না।’

রাজা বলেন, ‘দুর্ভাগ্যবশত সেই ৩টি ক্যাচ মিস আমাদের অনেক ক্ষতি করেছে। (যদি ক্যাচ মিস না হতো) সম্ভবত খেলার ফলাফল ভিন্ন হতো পারতো।এটা সবসময় আমাদের খেলার সঙ্গে হয়ে থাকে। তবে আমি আত্মবিশ্বাসী যে, একবার আমরা এটি সঠিক পথে ফিরতে পারলে যেকোনো দলকে হারাতে পারবে।’

পূর্ববর্তী নিবন্ধহাসপাতালে রিমু
পরবর্তী নিবন্ধওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দল ঘোষণা, আছেন শামার