স্পোর্টস ডেস্ক : নিজেদের ইতিহাসের সেরা সাফল্য নিয়ে মালদ্বীপ থেকে দেশে ফিরেছে বাংলাদেশ টেবিল টেনিস দল। আজ (শুক্রবার) দুপুর ১২টায় হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশ দলকে বহনকারী উড়োজাহাজটি। শ্রীলঙ্কান এয়ারলাইনসে করে মালে থেকে কলম্বো হয়ে ঢাকা এসেছে বাংলাদেশ দল।
বিমানবন্দরে বাংলাদেশ দলকে স্বাগত জানান বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এসময় উপস্থিত ছিলেন টেবিল টেনিস ফেডারেশনের সহসভাপতি খোন্দকার হাসান মুনির। জাহাঙ্গীর আলম ফুল দিয়ে ও মিষ্টিমুখ করিয়ে সবাইকে বরণ করে নেন।
মালদ্বীপে সাউথ এশিয়ান জুনিয়র টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ একটি স্বর্ণ ও পাঁচটি ব্রোঞ্জ জয় করে।
এর আগে কখনও সোনা জিততে পারেনি বাংলাদেশ টেবিল টেনিস দল। অনূর্ধ্ব-১৯ বালক দলগত ইভেন্টে শ্রীলঙ্কাকে হারিয়ে স্বর্ণ জয় করে বাংলাদেশের ছেলেরা। বাংলাদেশকে এই সাফল্য এনে দেন হৃদয়, রামহিম, নাফিজ ও হাসিব।