স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে প্রথমবারের মতো সিরিজ হারানোর মূল নায়ক ছিলেন তাসকিন আহমেদ। সেই সিরিজের প্রথম ম্যাচে দলকে জেতাতে সামনে থেকে ভূমিকা রেখেছিলেন সাকিব আল হাসান, জিতেছিলেন ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার।
এবার আইসিসি র্যাংকিংয়েও সুখবর পেলেন বাংলাদেশ দলের এ দুই তারকা ক্রিকেটার। বুধবার প্রকাশিত সবশেষ আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে বড়সড় লাফই দিয়েছেন তাসকিন-সাকিব। এছাড়া শেষ ম্যাচে সেঞ্চুরি করে এগিয়েছেন তামিম ইকবালও।
ওয়ানডে বোলিং র্যাংকিংয়ে আগে থেকেই সেরা দশে ছিলেন মেহেদি হাসান মিরাজ। তিনি ধরে রেখেছেন নিজের সপ্তম স্থান। এবার চার ধাপ এগিয়ে আটে উঠে এসেছেন সাকিব। তার রেটিং পয়েন্ট ৬৫৭, মিরাজের ঝুলিতে আছে ৬৬১ পয়েন্ট।
প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের তিন ম্যাচে ৮ উইকেট নিয়ে একবারে ১৫ ধাপ এগিয়েছেন তাসকিন। ক্যারিয়ার সেরা ৫২৩ রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে ৩৩ নম্বরে রয়েছেন তাসকিন। বোলিং র্যাংকিংয়ের ১৬ নম্বর অবস্থান ধরে রেখেছেন মোস্তাফিজুর রহমান।
এছাড়া ব্যাটিংয়ে এক ধাপ এগিয়ে ২০ নম্বরে উঠেছেন তামিম। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে তার ওপরে রয়েছেন মুশফিকুর রহিম, ১৭ নম্বরে। এছাড়া ত্রিশের মধ্যে আছেন সাকিব আল হাসান (২৬) ও লিটন দাস (৩০)।