ইতিহাস গড়ে পিএসভির জালে গোলবন্যা আর্সেনালের

স্পোর্টস ডেস্ক:

ইংলিশ প্রিমিয়ার লিগে অবস্থান যাই হোক, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বেশ দাপটই দেখাচ্ছে আর্সেনাল। শেষ ষোলোর প্রথম লেগের লড়াইয়ে ডাচ ক্লাব পিএসভি আইন্দোভেনের মাঠে গিয়ে রীতিমত গোলোৎসবে মেতেছিলো গানাররা। সে সঙ্গে গড়েছে রেকর্ড।

স্বাগতিকদের আর্সেনাল হারিয়েছে ৭-১ গোলের বিশাল ব্যবধানে। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে নকআউট পর্বে এতবড় ব্যবধানে এর আগে আর কখনো জেতেনি কেউ। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগের যে কোনো পর্যায়ে অ্যাওয়ে ম্যাচে এটা আর্সেনালের সবচেয়ে বড় জয়ের রেকর্ড।

প্রথমার্ধে ১৩ মিনিটের ব্যবধানে তিনবার পিএসভির জালে বল জড়ায় আর্সেনাল। দ্বিতীয়ার্ধে গিয়ে আরও চার গোল করে তারা। ম্যাচের ১৮তম মিনিটেই গোলের সূচনা করেন ডাচ ফুটবলার ইউরিয়েন টিম্বার। তিন মিনিট পর দ্বিতীয় গোল করেন টিনেজ ফুটবলার ইথান এনওয়ানেরি। ৩১তম মিনিটে আর্সেনালের হয়ে তৃতীয় গোল করেন মিকেল মেরিনো।

৪৩তম মিনিটে পেনাল্টি পায় পিএসভি। সেখান থেকে একটি গোল পরিশোধ করেন নোয়া লাঙ। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান ৪-১ করেন মার্টিন ওডেগার্ড। একমিনিট পরই আবার গোল। ৫-১ ব্যবধান তৈরি করেন লিয়ান্দ্রো ত্রোসার্ড। ৭৩ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের হয়ে ৬ষ্ঠ গোল করেন মার্টিন ওডেগার্ড।

৮৫তম মিনিটে পিএসভির পরাজয়ের কফিনে শেষ পেরেক মেরে সপ্তম গোল করেন রিকার্ডো ক্যালাফিওরি। সে সঙ্গে রেকর্ড গড়ে তারা। চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে প্রথম ক্লাব হিসেবে ৭ গোল করে আর্সেনাল। শেষ পর্যন্ত এই ১-৭ গোলের ব্যবধান নিয়েই মাঠ ছাড়ে আর্সেনাল এবং পিএসভি।

পূর্ববর্তী নিবন্ধঅ্যাটলেটিকোকে হারিয়ে কোয়ার্টারে এক পা রিয়ালের
পরবর্তী নিবন্ধজেনিথ ইসলামী লাইফের এক্সিকিউটিভ মিটিং ও ইফতার মাহফিল