ইতিহাসকে ধামাচাপার চেষ্টা করছে বিএনপি-জামায়াত: ইনু

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি এবং জামায়াত জঙ্গিরা শোকের মাসে জাতির জনকের প্রতি সমবেদনা কিংবা শ্রদ্ধা জানায় না, ওরা দিনে দুপুরে মিথ্যাচার করে ইতিহাসকে ধামাচাপা দেয়ার চেষ্টা করছে।

শনিবার কুষ্টিয়ার ভেড়ামারা ডাকবাংলো চত্বরে তিনদিনব্যাপী ফলদ ও বৃক্ষ মেলার শুভ উদ্বোধনে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ছাত্রছাত্রীদের আন্দোলনে বিএনপি-জামায়াত চক্ররা ষড়যন্ত্রে ব্যর্থ হয়েছে। আর সে কারণেই তাদের গাত্রদাহ, মনের জ্বালা।

ছাত্র আন্দোলনের সব দাবি মেনে নিয়ে সরকার তা বাস্তবায়ন করছে। সুতরাং ছাত্রছাত্রীদের মাধ্যমে কোনো পরিস্থিতিতেই জল ঘোলা করতে পারবে না তারা।

বিএনপি-জামায়াতকে শোকের মাসে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানানোর অনুরোধ, না হলে বুঝবো তারা পাকিস্তানের মতই মিথ্যাচার আর গুজব রটানো ও ইতিহাসকে বিকৃত করছে।

ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকতা সোহেল মারুফের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক এস এম আনছার আলীসহ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধআলোচনার জন্য বিএনপি সব সময় প্রস্তুত: রিজভী
পরবর্তী নিবন্ধসিলেটের আবারও মেয়র আরিফুল হক