ইতালিতে ৫ মাত্রার ভূমিকম্প  

 পপুলার২৪নিউজ ডেস্ক:

ইতালির মাউন্ট এতনা আগ্নেয়গিরির অগ্নুৎপাতে সিসিলি দ্বীপে ৫ দশমিক এক মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত সোয়া ২টার দিকে কাতানিয়ায় শহরে এ ভূ-কম্পন অনুভূত হয়। এতে দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর এপির।

ইউরোপের সবচেয়ে সক্রিয় মাউন্ট এতনা আগ্নেয়গিরির কাছেই ওই দ্বীপের অবস্থান। গত সোমবার কয়েক দফা কম্পনে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শুরু হয়। বুধবার অগ্ন্যুৎপাতের ফলে কেঁপে উঠে কাতানিয়ায় শহর। এতে বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

আগ্নেয়গিরির কারণে চারদিকে ছাই ও ধোঁয়া ছড়িয়ে পড়েছে। আশেপাশের গ্রামগুলো পুড়ে ছাই হওয়ার পথে।

আক্রান্ত এলাকায় তিন লাখের বেশি মানুষের বসবাস। আগ্নেয়গিরির কাছাকাছি পাহাড়ি এলাকায় বসবাসরত লোকজনকে দ্রুত ওই এলাকা থেকে সরে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। ইতিমধ্যেই শহরের বিমানবন্দরে সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবর্ষসেরা ফুটবলার এমবাপ্পে
পরবর্তী নিবন্ধরাজবাড়ীতে নারী ইউপি সদস্যকে তুলে নিয়ে গণধর্ষণ