ইজতেমায় বিকল্প রাস্তা ও পার্কিং

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ
9বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত উপলক্ষে বিকল্প রাস্তা ও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। গাজীপুর পুলিশ বিভাগ বিশ্ব ইজতেমার মুসল্লীদের সুবিধার্থে যাহবাহন চলাচলের নির্ধারিত রুট ও পার্কিংয়ের এ নির্দেশনা দিয়েছে।

গাজীপুর জেলা অফিসার এস.এম রাহাত হাসনাত  জানান, ইজতেমায় ভিভিআইপি, ভিআইপিসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তাগন দেশী-বিদেশী প্রায় ৪০ লাখ মুসল্লির আখেরি মোনাজাতের অংশগ্রহণ করবেন।

দুই পর্বের আখেরি মোনাজাতে অংশগ্রহণের জন্য গাজীপুর চান্দনা চৌরাস্তা হতে হাজার হাজার মুসল্লি পায়ে হেটে ইজতেমা ময়দানে যাতায়াত করবে বিধায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা হতে টঙ্গী ব্রিজ পর্যন্ত সকাল ৬টা থেকে যানবাহন চলাচল বন্ধ থাকবে। এছাড়াও কালীগঞ্জ-টঙ্গী মহাসড়কের মাজুখান ব্রিজ হতে স্টেশনরোড ওভার ব্রিজ পর্যন্ত এবং কামারপাড়া ব্রিজ হতে মুন্নু টেক্সটাইল মিল গেট পর্যন্ত সড়ক বন্ধ থাকবে।

গাজীপুর ট্রাফিক বিভাগের সহকারি পুলিশ সুপার মো. সালেহ উদ্দিন আহমেদ  জানান, দুই দফার আখেরি মোনাজাতের আগের দিন যথাক্রমে ১৪ জানুয়ারি এবং ২১ জানুয়ারি মধ্যরাত থেকে আখেরি মোনাজত শেষ না হওয়া পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস হতে টঙ্গী ব্রিজ পর্যন্ত, কালীগঞ্জ-টঙ্গী সড়কের মাজূখান ব্রিজ থেকে স্টেশন রোড় ওভারব্রিজ পর্যন্ত, কামারপাড়া ব্রিজ হতে মন্নু ট্রেক্সটাইল মিল পর্যন্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকবে।

পার্কিং: ইজতেমার মুসল্লিদের বহনকারী যানবাহগুলো গাজীপুরের নির্ধারিত স্থানগুলোতে পার্কিং করার জন্য বলা হয়েছে। টঙ্গীর কাদেরিয়া টেক্সটাইল মিলের খোলা জায়গা, মেঘনা টেক্সটাইল মিলের পাশের রাস্তার উভয় পাশে, সফিউদ্দিন একাডেমির মাঠ, সফিউদ্দিন একাডেমির উত্তর পাশে টিআইসি মাঠ, জয়দেবপুর থানাধীন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠ, চান্দনা উচ্চ বিদ্যালয় মাঠ, চৌরাস্তা  ট্রাক স্ট্যান্ড, টঙ্গীর কে-টু  (নেভি) সিগারেট কারখানার পাশে খোলা জায়গায় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। বিশ্ব ইজতেমা উপলক্ষে গাজীপুর পুলিশ বিভাগ বিশ্ব ইজতেমার মুসল্লীদের সুবিধার্থে যাহবাহন চলাচলের নির্ধারিত রুট ও পার্কিংয়ের নির্দেশনা দিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে চোট আক্রান্ত মুশফিক
পরবর্তী নিবন্ধইসলামী ব্যাংকে বাংলার ব্যবহার বাড়াতে হবে:ড. মীজানুর রহমান