ইকুয়েডরের বিপক্ষে খেলবেন মেসি

স্পোর্টস ডেস্ক

আগামী ২০ জুন থেকে যুক্তরাষ্ট্রে পর্দা উঠছে এবারের কোপা আমেরিকার আসরের। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে আর্জেন্টিনা। সে ম্যাচকে সামনে রেখে প্রীতি ম্যাচে আগামীকাল ইকুয়েডরের বিপক্ষে খেলবে আলবিসেলেস্তারা৷

প্রীতি ম্যাচ বিধায় মেসির খেলা নিয়েও কিছুটা শঙ্কা ছিল। তবে সব শঙ্কা কাটিয়ে মেসির মাঠের ব্যাপারে নিশ্চয়তা দিয়েছেন কোচ স্কালোনি। ইকুয়েডরের বিপক্ষে খেলতে দেখা যাবে লা পুলগাকে।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘মানুষ মেসিকে এই ম্যাচে দেখতে পারবে। সে অবশ্যই কিছু মিনিটের জন্য হলেও খেলবে। আমাদেরকে সতর্কতার সাথে এটি বিবেচনায় নিতে হবে যাতে করে সবাই খেলার সুযোগ পায়।’

তবে মেসি কতক্ষণের জন্য খেলবেন সেটার ব্যাপারে নিশ্চয়তা দেননি স্কালোনি। শিকাগোতে নামার আগে এই বিশ্বকাপ জয়ী কোচ বলেন, ‘আমি বিশ্বাস করি মেসি খেলবে তবে ৩০ মিনিট নাকি ৬০ মিনিটের জন্য খেলবে সেটি নিশ্চিত না। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সে এই ম্যাচে মাঠে নামবে।’

আর্জেন্টিনার হয়ে ২০২৩ সালের অক্টোবরের ১২ তারিখ শেষবারের মত মাঠে নেমেছিলেন মেসি। সেই ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছল তারা।

পূর্ববর্তী নিবন্ধচাকরিতে কোটা পুনর্বহালের রায়ের বিরুদ্ধে আপিল
পরবর্তী নিবন্ধপোস্টার মুক্তি দিয়ে নির্মাতা জানালেন ‘ডার্ক ওয়ার্ল্ড’ মুক্তির তারিখ