ইউ আর ফেক নিউজ

পপুলার২৪নিউজ ডেস্ক:
বিজয়ী হওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে খ্যাতনামা মার্কিন টিভি নেটওয়ার্ক সিএনএনকে একহাত নিলেন ডোনাল্ড ট্রাম্প।

তিনি একে ‘ফেক নিউজ’ বা ভুয়া সংবাদ বলে মন্তব্য করেন। রাশিয়ার কাছে ট্রাম্পের স্পর্শকাতর তথ্য আছে বলে সিএনএন প্রতিবেদন প্রকাশ করার পর বুধবার সংবাদ সম্মেলনে আসেন ট্রাম্প। ট্রাম্প ওই সংবাদকে ‘আবর্জনার ব্যর্থ টুকরো’ বলে মন্তব্য করেন।

এ সময় তিনি সেখানে উপস্থিত সিএনএনের এক সাংবাদিকের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। সিএনএনের সাংবাদিক জিম আকোস্টা ট্রাম্পের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করেন এবং বলেন, ‘আপনি যেহেতু আমাদের আক্রমণ করছেন, দয়া করে আমাদের একটা প্রশ্ন করার সুযোগ দেবেন কি?’ ট্রাম্প বলেন, ‘আপনাদের দেয়া হবে না। আপনার প্রতিষ্ঠান ভয়াবহ।’ কিন্তু জিম ছিলেন নাছোড়বান্দা।

তিনি ফের বলেন, ‘স্যার, আপনি আমাদের প্রতিষ্ঠানকে আক্রমণ করছেন, দয়া করে আমাদের একটি প্রশ্ন করার সুযোগ দেবেন কি?’

ট্রাম্প তাকে বলেন, ‘রূঢ় হবে না। আমি আপনাকে প্রশ্ন করার সুযোগ দিচ্ছি না। আপনারা ভুয়া খবর (ইউ আর ফেক নিউজ)।’

ট্রাম্প এ সময় সিএনএন ও বাজফিডের ওই সংবাদকে নির্বোধ বলে মন্তব্য করেন এবং বলেন, তারা সহানুভূতির ক্লিক পেতে এ ধরনের ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছে। পিটিআই।

পূর্ববর্তী নিবন্ধহিলি রেল দুর্ঘটনা দিবস আজ
পরবর্তী নিবন্ধজিদানের রিয়াল হারে না!