ইউরোপে সব ফ্লাইট স্থগিত করল ইরান

পপুলার২৪নিউজ ডেস্ক:ইউরোপে সব ধরনের ফ্লাইট স্থগিত করছে ইরান। রোববার দেশটির সরকারি বার্তা সংস্থা জানিয়েছে অজ্ঞাত কারণে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে, পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ কার্যকর থাকবে।

তবে ইরান এয়ার জানিয়েছে, ইউরোপে পুনরায় ফ্লাইট চালুর বিষয়ে আলোচনা চলছে।

এর আগে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পর ইরান ছয়টি দেশে তাদের সবধরনের বিমান স্থগিত করে।

সাম্প্রতিক সময়ে ইরানে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়েছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন অফিসার কিয়ানুশ জাহানপোর জানান, দেশটিতে শনিবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৪৫ জন মারা গেছেন। এ ছাড়া এ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৫৮২৩ জন।

সংস্থাটির পক্ষ থেকে বলা হচ্ছে ১৬৬৯ জন করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে ফিরেছেন।

পূর্ববর্তী নিবন্ধফকির মজনু শাহ হলেন শ্যামল মাওলা
পরবর্তী নিবন্ধকরোনাভাইরাস থেকে বাঁচতে যেভাবে হাত ধোবেন