নিউজ ডেস্ক
রাশিয়ার কাছ থেকে নিজেদের ৫০৩ সেনার মরদেহ গ্রহণ করেছে ইউক্রেন। শুক্রবার (২০ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে কিয়েভ কর্তৃপক্ষ।
২০২২ সালে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এরপর থেকে দুই দেশের মধ্যে যে সব বিষয় এখনো চালু আছে তার মধ্যে অন্যতম হলো বন্দি ও মরদেহ বিনিময়।
যুদ্ধবন্দিদের চিকিৎসার জন্য সমন্বয় দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেনের ৫০৩ সেনার মরদেহ রাশিয়া থেকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে।
তাছাড়া চলতি মাসের প্রথম দিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছিলেন, যুদ্ধে ইউক্রেনের ৪৩ হাজার সেনা নিহত হয়েছেন ও তিন লাখ ৭০ হাজার আহত হয়েছেন।
এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার (২০ ডিসেম্বর) সকালের দিকে এই হামলা চালানো হয়েছে। এতে এখন পর্যন্ত একজনের নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অনেকে।
কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পপকো বলেন, রাশিয়া আটটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এক্ষেত্রে কিনজাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও ইসকান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলেও জানান তিনি।