জেলা প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখের ওপর হামলার ঘটনায় দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দু’জনকে আটক করেছে।
অপরাধীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে সরকার আন্তরিক।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করে সংক্ষিপ্ত আলোচনায় একথা বলেন খালিদ মাহমুদ চৌধুরী। নৌপরিবহন মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
আওয়ামী লীগের ইশতেহার বাস্তবায়নে সরকারের কর্মকর্তা-কর্মচারীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে জানিয়ে নৌপ্রতিমন্ত্রী বলেন, পৃথিবীর অন্যতম অগ্রসরমান অর্থনীতির দেশের নাম বাংলাদেশ। সরকারের ইশতেহার বাস্তবায়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন সরকারের কর্মকর্তা-কর্মচারীরা।
‘এ কর্মকর্তারা যখন আক্রান্ত হন তখন আমাদের ভাবিয়ে তোলে। যারা মাঠ পর্যায়ে কাজ করে ইশতেহার বাস্তবায়ন করছেন, তাদের উপর হামলার যথাযথ বিচার করতেই হবে। এর কোনো বিকল্প নেই। দৃষ্টান্তমূলক বিচার করা হবে। সরকার এ ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। ’
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, যারা বাংলাদেশের উন্নয়ন ব্যাহত করতে চায়, উন্নয়ন ব্যর্থ করার জন্য রাজনৈতিক পথ পরিহার করে, উন্নয়ন বাস্তবায়নকারী কর্মকর্তাদের উপর আক্রমণ করছে- তারা বিকল্প পথ বেছে নিয়েছে বলে আমি মনে করি।
আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, উন্নয়ন বাস্তবায়নে যারা কাজ করছে তাদের নিরাপত্তা দিতে হবে। জনগণের দায়িত্ব হচ্ছে তাদের নিরাপত্তা দেওয়া।
আহত ইউএনও’র চিকিৎসার বিষয়ে খালিদ মাহমুদ বলেন, সরকারের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী বলেছেন, প্রয়োজনে তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করানো হবে।
করোনাকালেও সরকার দেশের অর্থনীতিকে গতিশীল রেখেছে দাবি করে নৌপ্রতিমন্ত্রী বলেন, এ করোনার সময়েও সরকারের রিজার্ভ ৩৯ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। মানুষের মাথাপিছু আয় বেড়েছে। পৃথিবীর অনেক দেশের প্রবৃদ্ধি মাইনাসে চলে গেছে। আমরা এখনো প্লাসে আছি।
বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় আওয়ামী লীগ নেতা সরকারের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।