ইউএনএ’র বাইরে কোনো জোট গঠনের প্রশ্নেই ওঠে না : এরশাদ

 পপুলার২৪নিউজ ডেস্ক:

জাতীয় পার্টি চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আমার নেতৃত্বে যে সম্মিলিত জাতীয় জোট (ইউএনএ) গঠিত হয়েছে তার বাইরে আর কোনো জোট গঠনের প্রশ্নেই ওঠে না। আমার জোটে অন্য কোনো দলকে অন্তর্ভুক্ত করতে হলে সে বিষয়ে জোটের শীর্ষ নেতাদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। সম্প্রতি জাতীয় পার্টির সঙ্গে অন্য দলের জোট গঠন সম্পর্কে কিছু বিভ্রান্তিরকর খবর প্রকাশের প্রেক্ষিতে আজ শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ কথা বলেন।

এরশাদ বলেন, ইতিপূর্বে জাতীয় পার্টির প্রেসিডিয়াম বৈঠকে সম্মিলিত জাতীয় জোট গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়েছে। আমরা ২টি নিবন্ধিত দল এবং ৩৪ দলের সমন্বিত জাতীয় ইসলামী মহাজোট ও ২২ দলের সমন্বিত বাংলাদেশ জাতীয় জোট (বিএনএ) নিয়ে সম্মিলিত জাতীয় জোট গঠন করেছি।

তিনি বলেন, এই জোট নিয়ে দেশবাসীর মনে নতুন আশার সঞ্চার হয়েছে। ইউএনএ-কে নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। আমাদের জোটের নীতি ও আদর্শের সাথে ঐক্যমত্য পোষণ করে অন্য কোনো দল বা জোট সম্মিলিত জাতীয় জোটে শরিক হতে চাইলে- সে ব্যাপারে শুধু আমার জোটের শীর্ষ নেতারাই সিদ্ধান্ত গ্রহণ করবেন।

এরশাদ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সম্মিলিত জাতীয় জোট ৩০০ আসনেই প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি গ্রহণ করছে। জাতীয় পার্টিসহ জোটের অন্য শরিকরা জোটগতভাবে এবং নিজ নিজ সংগঠনগতভাবেও সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করছে। আমাদের জোট সম্পর্কিত কোনো তথ্য জোটের মুখপাত্র জাতীয় পার্টির মহাসচিব এবি এম রুহুল আমিন হাওলাদার জানাতে পারবেন।

কোনো অসত্য খবরে বিভ্রান্ত না হওয়ার জন্য আমি সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি।

পূর্ববর্তী নিবন্ধতোফা ও তহুরার শরীরে সংক্রমণ হয়নি
পরবর্তী নিবন্ধওয়ার্নারের অপেক্ষায় মোস্তাফিজ