ইউআইউর ভিসি-ডিনসহ ১১ কর্মকর্তার পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক

শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইউ) উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া পদত্যাগ করেছেন। তার সঙ্গে বিশ্ববিদ্যালয়টির সব অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও ইনস্টিটিউটের পরিচালকেরাও পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

শনিবার (২৬ এপ্রিল) রাত ৯টার দিকে পদত্যাগের ঘোষণা দেন তারা। রাত সোয়া ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

ফেসবুক পোস্টে উপাচার্যের পদত্যাগপত্র এবং ১০ জন ডিন, বিভাগীয় প্রধান ও পরিচালকের সই সংবলিত পদত্যাগপত্রের ছবি শেয়ার করা হয়েছে।

তাছাড়া রাত ১০টার দিকে উপাচার্য অধ্যাপক আবুল কাশেম মিয়া পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ নিয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

পূর্ববর্তী নিবন্ধআইএমএফের কিস্তির ২৩৯ কোটি ডলার পাওয়া নিয়ে অনিশ্চয়তা