ইইউতে ব্রিটিশ রাষ্ট্রদূতের পদত্যাগ

পপুলার২৪নিউজ ডেস্ক:
11ব্রেক্সিট নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে আলোচনার ঠিক আগে ইইউ-তে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত ও শীর্ষস্থানীয় কূটনীতিক স্যার ইভান রজার্স পদত্যাগ করেছেন। ইইউ থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়া বা ব্রেক্সিট নিয়ে ইইউর সঙ্গে মঙ্গলবারের আলোচনায় রজার্সের নেতৃত্ব দেওয়ার কথা ছিল।
কিন্তু সম্প্রতি একটি ব্যক্তিগত বার্তা ফাঁস হলে ব্যাপক চাপের মধ্যে পড়েন তিনি।

ওই বার্তায় তিনি লিখেছিলেন, ইইউ ছেড়ে আসতে ব্রিটেনের এক দশক লেগে যেতে পারে। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে আগেই জানিয়েছেন, চলতি বছর মার্চের শেষ নাগাদ আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ত্যাগের প্রক্রিয়া শুরু করবে ব্রিটেন।

পূর্ববর্তী নিবন্ধইতিহাস গড়ার সামনে বাংলাদেশের মেয়েরা
পরবর্তী নিবন্ধসিরিয়ায় বিমান হামলায় নিহত ২৫