ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হওয়ার দৌড়ে ব্রেন্ডন ম্যাককালাম

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের পুরুষ টেস্ট দলের নতুন কোচ হওয়ার লড়াইটা ছিল এতদিন গ্যারি কারস্টেন ও সিমন ক্যাটিচের মধ্যে। সবাইকে হতবাক করে এবার তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় যোগ দিলেন নিউ জিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।

বুধবার ইংলিশ গণমাধ্যমগুলো জানায়, এই নিউ জিল্যান্ডার প্রধান কোচ হওয়ার দৌড়ে শক্ত অবস্থানে। ম্যাককালাম ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের সঙ্গে আলাপ করে নতুন কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

২০১৯ সালের আগস্টে ব্যাট-প্যাড তুলে রাখা ম্যাককালাম বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল কলকাতা নাইট রাইডার্সের দায়িত্বে। খেলোয়াড় থাকাকালে আগ্রাসী ব্যাটিং দিয়ে তাক লাগাতেন। ৫৪ বলে দ্রুততম টেস্ট সেঞ্চুরির রেকর্ডও তার দখলে। যে কোনো ফরম্যাটেই দ্রুত রান তোলা সাবেক এই ব্যাটসম্যানকে টেস্টের কোচের জায়গায় দেখে তাই অনেকে অবাক হতে পারেন।

তারপরও পাঁচ টেস্ট সিরিজের জয়খরা কাটাতে ব্যাকরুম সেটআপে ম্যাককালামকে চাইছে ইসিবি। এই সপ্তাহেই প্রধান কোচের প্রার্থীদের সাক্ষাৎকার নিয়েছে বোর্ড। শেষ পর্যন্ত কার কাঁধে দায়িত্ব উঠছে, জানা যাবে সামনের সপ্তাহেই।

পূর্ববর্তী নিবন্ধযখন দরকার হয়, সাকিবকে আমরা পাই না: পাপন
পরবর্তী নিবন্ধ২৪ ঘণ্টায় আরও ৩৩ জনের করোনা শনাক্ত