‘ইংল্যান্ডের চেয়েও কঠিন প্রতিপক্ষ বাংলাদেশ’

পপুলার২৪নিউজ ডেস্ক:

উপমহাদেশের মাটিতে ইংল্যান্ডের চেয়েও বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ বলে মন্তব্য করেছেন ভারতীয় ব্যাটসমান ঋদ্ধিমান সাহা।
বাংলাদেশের বিরুদ্ধে জেতা যে সহজ হবে না তা জানিয়ে কলকাতার এই বাঙালি ক্রিকেটার বলেন, ‘গত কয়েক বছরে অনেক উন্নতি করেছে বাংলাদেশ। ওদের দলে ভারসাম্য রয়েছে। সমস্ত বিভাগেই দক্ষ ক্রিকেটার রয়েছে। বাংলাদেশকে হারাতে হলে আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে।’তিনি আরো বলেন, ‘হায়দরাবাদের পরিবেশ-পরিস্থিতি প্রায় বাংলাদেশের মতোই। তাতে ওদের সুবিধাই হবে।’

বাংলাদেশের অন্যতম স্পিন অস্ত্র মেহেদী হাসান মিরাজকে নিয়ে তিনি বলেন, ‘মিরাজের বোলিং দেখিনি। তাই ওকে কীভাবে খেলব, তা নিয়ে কোনো পরিকল্পনাও করিনি। তবে শুনেছি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ভাল বোলিং করেছিল।’

বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ মানলেও ভারতকেই ফেভারিট মনে করছেন তিনি।

তিনি বলেন, ‘উপমহাদেশের মাটিতে বাংলাদেশ বিপজ্জনক দল। তবে আমরা যেরকম ছন্দে রয়েছি, তাতে এগিয়ে থেকেই নামব। কোহলি দারুণ ফর্মে। করুণ নায়ার রান করে দিয়েছে। স্পিনাররা দারুণ ছন্দে রয়েছে। বাংলাদেশ হয়তো লড়াই করবে। তবে আমাদেরই জেতা উচিত।’

আগামী বৃহস্পতিবার থেকে ভারতের বিরুদ্ধে একমাত্র টেস্ট খেলতে মাঠে নামবে টাইগাররা।

পূর্ববর্তী নিবন্ধবইমেলায় পাওয়া যাচ্ছে আসাদ জোবায়েরের ‘বোতাম খোলা দুপুর’
পরবর্তী নিবন্ধসীমান্তে ভারতীয় হাতির তাণ্ডবে গ্রামবাসী আতঙ্কিত