রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়ন(সিবিএ) এর উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাসিমের আশু রোগমুক্তি কামনায় আজ মঙ্গলবার দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ের ৬ষ্ঠ তলায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়ন(সিবিএ) এর সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন। এছাড়াও স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ ও সিবিএ নেতৃবৃন্দসহ ব্যাংকের কর্মচারীরা উপস্থিত ছিলেন ।