আয়ারল্যান্ড সিরিজেও থাকছেন না সুজন

স্পোর্টস ডেস্ক : গত বছরের ডিসেম্বরে ভারতের বিপক্ষে হোম সিরিজের আগ পর্যন্ত বাংলাদেশ দলের সঙ্গে টিম ডিরেক্টর হিসেবে ছিলেন খালেদ মাহমুদ সুজন। এরপর ঘরের মাঠে ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের বিপক্ষে আরও দুটি সিরিজ খেলেছে টাইগাররা, কিন্তু তাতেও সুজন দলের সঙ্গে ছিলেন না। এবার আয়ারল্যান্ড সিরিজেও ফিরছেন না তিনি।

যদিও এর আগে বিসিবির পক্ষ থেকে বলা হয়েছিল, দেশের বাইরের সিরিজে সুজনকে দায়িত্ব দিয়ে আবারও পাঠানো হবে। কিন্তু আগামী মাসে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিতব্য আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে তিনি দলের সঙ্গে যাচ্ছেন না। সোমবার বিসিবির ক্রিকেট অপরারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘না, ওনি এই সিরিজে থাকবেন না।’

এবাদতকে সিলেটে প্রস্তুতি ক্যাম্প প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, ‘আমরা ইংল্যান্ডে যাওয়ার আগে সিলেটে ৩ দিনের ক্যাম্প করব। মূলত চন্ডিকা হাথুরুসিংহের চাওয়াতেই সেখানে ক্যাম্প করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিলেটের উইকেট আয়ারল্যান্ড সিরিজের প্রস্তুতি নিতে বড় সাহায্য করবে। এছাড়া পহেলা মে আমরা ইংল্যান্ডের বিমানে উঠব, সেখানে পৌঁছে একটা প্রস্তুতি ম্যাচ আছে। এসেক্সএর কাছাকাছি একটি মাঠে আমরা প্রস্তুতি ম্যাচটি খেলব। লন্ডন থেকে এসেক্সে যেতে প্রায় ঘন্টাখানেক লাগে, তাই আমরা এসেক্সেই থাকব।’

তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজের আগে চলতি মাসে ঘরের মাঠে ক্যাম্প করবে তামিম ইকবালের দল। মূলত ২৬ এপ্রিল থেকে সিলেটে অনুষ্ঠিত হবে ৩ দিনের ক্যাম্প।

 

পূর্ববর্তী নিবন্ধআইপিএলের জন্য আরও দু’দিন ছুটি নিলেন লিটন দাস
পরবর্তী নিবন্ধপহেলা বৈশাখ-ঈদে কোনো হুমকি নেই: আইজিপি