স্পোর্টস ডেস্ক:
তখন কেবলই দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসের খেলা শুরু হয়েছে। এবাদতের করা দ্বিতীয় বল থার্ড স্লিপে দাঁড়িয়ে থাকা মেহেদী হাসান মিরাজের কাছে গিয়েছিল ক্যাচ হিসেবে। কিন্তু বল ঠিকঠাক দেখতে পারেননি এই অলরাউন্ডার। বল লাগে গিয়ে তার পেটে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন মিরাজ।
বোঝাই যাচ্ছিল মারাত্মক আহত হয়েছেন। পরে স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। টিভি স্ক্রিনে দেখা গেছে বল পড়ার জায়গায় কালো দাগ পড়ে গেছে। মিরাজকেও ব্যথার যন্ত্রণা নিয়ে কাঁদতে দেখা যায়।
দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ টেস্ট সিরিজের তৃতীয় দিনে ঘটেছে এমন ঘটনা। সাধারণ উচ্চতায় বল এলেও দেখতে পাননি মিরাজ। কেন বল দেখতে পারলেন না? ক্রিকবাজ জানাচ্ছে, লাইটের কারণে হতে পারে এমনটি। ক্রিকইনফো বলছে, বলটা ক্যাচ ধরার উচ্চতায় থাকলেও ব্যাকগ্রাউন্ডের জন্য সমস্যা হতে পারে মিরাজের।
অবশ্য আবারও মাঠে ফিরেছেন মিরাজ। প্রায় ১৫ মিনিট মাঠের বাইরে থাকার পর ইনিংসের চতুর্থ ওভার শেষে তিনি ফিল্ডিং করতে নামেন। প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার হাত মেলান মিরাজের সঙ্গে।