আন্তর্জাতিক ডেস্ক:
ইউক্রেনে রাশিয়া হামলা চালায় গত ২৪ ফেব্রুয়ারি। কয়েক সপ্তাহ ধরেই দেশটিতে সংঘাত চলছে। সেখানের বর্তমান পরিস্থিতি সম্পর্কে পাঠকদের জন্য সর্বশেষ তথ্য তুলে ধরা হলো-
আহত সেনাদের দেখতে হাসপাতালে জেলেনস্কি
রুশ বাহিনীর হামলায় আহত সেনাদের দেখতে হাসপাতালে গেলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জানা গেছে, একটি সামরিক হাসপাতালে গিয়ে তিনি সেনাদের সঙ্গে কথা বলে সেলফি তুলেছেন।
মারিওপোলে ২১৮৭ বেসামরিক নাগরিক নিহত
আলোচনার পাশাপাশি চলছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। যুদ্ধের ময়দানে ক্রমেই ভয়ংকর হয়ে উঠছে রুশ বাহিনী। যুদ্ধে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মারিওপোল। শহরটি দখলে একের পর এক হামলা চালাচ্ছে রুশ বাহিনী। যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত এখানে দুই হাজার ১৮৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে সিটি কাউন্সিল।
যুদ্ধে ইউক্রেন ছেড়েছে প্রায় ২৭ লাখ: জাতিসংঘ
রুশ হামলা পর এখন পর্যন্ত ইউক্রেন ছেড়ে পালিয়েছে প্রায় ২৭ লাখ নাগরিক। জাতিসংঘের সবশেষ তথ্যে এমনটি জানানো হয়েছে।
যুদ্ধক্ষেত্র ইউক্রেনে গুলিতে প্রাণ গেলো মার্কিন সাংবাদিকের
ইউক্রেনের রাজধানী কিয়েভের উত্তর-পশ্চিমাঞ্চলের উপশহর ইরপিনে এক মার্কিন সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে।