আসন বণ্টন নিয়ে প্রধানমন্ত্রীকে এরশাদের চিঠি

পপুলার২৪নিউজ ডেস্ক:

দ্রুত মহাজোটের আসন বণ্টনের আলোচনা চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি পাঠিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই চিঠি পৌঁছে দেয়া হয়।

জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক সচিব সুনীল শুভ রায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে এই চিঠি হস্তান্তর করেন।

চিঠির সত্যতা স্বীকার করে সুনীল শুভ রায় যুগান্তরকে বলেন, চিঠিতে আসন বণ্টন নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান প্রধানমন্ত্রীর কাছে আলোচনা চেয়েছেন। আমি গণভবনে সেই চিঠি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছে হস্তান্তর করেছি।

দীর্ঘদিন থেকেই মহাজোটের শরিক দলগুলো জোটের আসন বণ্টনের দাবি জানিয়ে আসছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলে আসছেন, এক সপ্তাহের মধ্যে মহাজোটের আসন বণ্টন চ‚ড়ান্ত হবে।

এরই মধ্যে শনিবার আসন বণ্টনের আলোচনা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিল মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টি।

পূর্ববর্তী নিবন্ধজগন্নাথপুরে আমনের বাম্পার ফলন
পরবর্তী নিবন্ধ১০ নম্বরি হলেও নির্বাচন বয়কট করবো না : ড. কামাল